X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
জেমকন সাহিত্য পুরস্কার ২০২০ বিজয়ী লেখকের প্রতিক্রিয়া

‘আমি আপ্লুত’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২০, ২৩:৫০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২৩:৫৯

‘আমি আপ্লুত’ আমি খুশি। ভালো লাগছে। ‘জেমকন’ এদেশের দু তিনটা ভাল পুরস্কারের একটা, যেটা এদেশের লেখকেরা পেয়ে গর্ব বোধ করেন। আমার ভাল লাগছে ‘আগস্ট আবছায়া‘ বইটার জন্য। আরও কিছু পাঠক এখন এই উপন্যাসটা পড়বেন বলে আমার বিশ্বাস।

মুজিববর্ষে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে রচিত ‘আগস্ট আবছায়া’ বইটি পুরস্কার পাওয়া আমি আপ্লুত। লেখক আমি পুরস্কার পেয়ে যত না বেশি আনন্দিত তার চেয়েও বেশি আনন্দিত এই বইটি পুরস্কার পাওয়ার জন্য।

আমাদের দেশের লেখকদের না আছে ঠিক মূল্যায়ন, না কোনো রয়ালটির অর্থযোগ। সে হিসাবে ভাল পুরস্কারগুলোর একটা পাওয়া কিছু মোটিভেশন জোগায়। এই সময়ে লেখালেখি করা কঠিন কাজ। মনই তো মরা থাকে সবার নানাভাবে। পুরস্কার সাময়িকভাবে মন ভাল করার একটা দাওয়াই।

এই মুহূর্তে আমার খুব মিস করছি বইটির রক্ত-হিম-করা প্রচ্ছদের স্রষ্টা প্রিয় শিল্পী সেলিম আহমেদকে। মাত্র দু‘ দিন আগে আমি তার আকস্মিক মৃত্যু নিয়ে লিখেছি এই ফেসবুকে। ‘আগস্ট আবছায়া‘র ভালো এক পাঠকগোষ্ঠি গড়ে উঠেছে গত দু‘ বছরে। তারা আমার সঙ্গে যোগাযোগ করেন, আর তাদের অনেকেই বিস্ময় প্রকাশ করেন উপন্যাসের পুরোটা জুড়ে মৃত্যু নিয়ে এত কাজ, এত গবেষণা দেখে।

প্রচ্ছদে আঁকা সেলিম আহমেদের দুই নির্বিকার মহিষ উপন্যাসের অন্যতম সেই মূল থিমকে—জীবনের মৃত্যুময়তাকে—আবছায়া মতো লেপটে-ধেবড়ে-জেবড়ে যাওয়া সেন্টার পয়েন্টটার নিচে বাঁয়ে এমনভাবে মূর্ত করেছিল যে প্রচ্ছদটা দেখলেই আজও আমার মৃত্যু ভয় হয়। 

পুরস্কার পাওয়ার এই দিনে আমি দুঃখিত যে আমার শুধু সেলিম ভাইকেই মনে পড়ছে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের কোন্ এক ছোট নিঃসঙ্গ জায়গায় কেমন এক মর্মঘাতী ঘোর অন্ধকারে এ-মুহূর্তে শুয়ে আছেন তিনি, আর বাইরে পৃথিবীতে তার প্রিয় মাসরুর আরেফিন কিনা উচ্ছ্বাস করছে পুরস্কারের আলোয়। নাহ!

বিচারকদেরকে ধন্যবাদ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ