ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আব্দুল মান্নান (৭০) মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে খন্দকার আব্দুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হন। এরপর গত কয়েক দিন আগে আবার অসুস্থ হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।’