X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কৃষক-সন্তানের স্বপ্ন সত্যি, বাবার কাছে কষ্ট সার্থক হওয়ার দিন

রবিউল ইসলাম
১৬ জানুয়ারি ২০২১, ২১:৪৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২১:৫৫

পঞ্চগড়ের প্রত্যন্ত এক গ্রাম মউমারি। ২০ মিনিট দূরের বাজারটা গ্রামের নামেই। এই বাজারের এক দোকানে বসে পেসার হওয়ার স্বপ্নটা হৃদয়ে এঁকেছিলেন শরিফুল ইসলাম। পেসার তিনি হয়েছেন অনেকে আগেই। তবে একদিন বাংলাদেশ জাতীয় দলে খেলবেন, সেই বাসনা থেকেই গিয়েছিল তার মনে। শনিবার এসেছে সেই মাহেন্দ্রক্ষণ, এদিনই জাতীয় দলের দরজা খুলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শরিফুলের।

ছেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন, এই খুশি শুধু তার বাবা দুলাল মিয়ার না, প্রাপ্তির আনন্দে উৎসবের বাতাস বইছে গোটা মউমারিতে। বাজারের সবাইকে তো মিষ্টিমুখ করিয়েছেনই দুলাল মিয়া, পাড়া-প্রতিবেশিদের জন্যও ব্যাগভর্তি মিষ্টি নিয়ে গেছেন। এমন আনন্দ তার জীবেন আর আসেনি।

২০১৫ সালে এই মউমারি বাজারে বসেই ভারতের বিপক্ষে মোস্তাফিজের আগুন বোলিং দেখে পেসার হওয়ার স্বপ্নটা উঁকি দিয়েছিল শরিফুলের মনে। মোস্তাফিজ যখন মিরপুরে ভারতের বিপক্ষে একের পর এক উইকেট নিয়ে নিস্তব্ধ করে দিচ্ছিলেন প্রতিবেশী দেশের শতকোটি ক্রিকেটপ্রেমীকে, শরিফুলের চোখ তখন ছিল টেলিভিশনের পর্দায়। মোস্তাফিজের বোলিং-বীরত্ব তার রক্তে তোলে নাচন- ‘হতে হবে তার মতো পেসার'। গ্রামে বিদ্যুৎ নেই, টেলিভিশন নেই। মোস্তাফিজের সেই বোলিং-বীরত্ব শরিফুল দেখেছিলেন বাড়ি থেকে ২০ মিনিট দূরের ওই মউমারি বাজারের এক দোকানে।

শরিফুলের বাবা দুলাল মিয়া বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জানালেন, ‘ছেলেটা ক্রিকেট নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। আমি কৃষক মানুষ, ছেলের স্বপ্ন পূরণ করা আমার জন্য কঠিন ছিল। আমি শুধু তাকে সায় দিয়েছিলাম। আমার ছেলেই নিরলস চেষ্টা করেছে, আমি যতটুকু পারি করেছি। কিছু মানুষ সহযোগিতা না করলে আমার ছেলে হয়তো আজ জাতীয় দলে সুযোগ পেতো না।’

মোস্তাফিজের সঙ্গে শরিফুল, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দারুণ সময় কাটিয়েছেন তিনি বাজার থেকে মিষ্টি কিনেছেন, এই তথ্য জানিয়ে দুলাল মিয়া নিজের অনুভূতি প্রকাশ করলেন এভাবে, ‘খুব খুশি লাগছে। আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। এতটা খুশি এর আগে হয়নি। খুশিতে কেমন খুশি লাগছে, বোঝাতে পারবো না। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সবাইকে মিষ্টি খাওয়ালাম, বাজারের সবাই খুব খুশি। আমার ছেলের জন্য সবাই দোয়া করছে।’

বাংলাদেশের আর্থ-সামাজিক বাস্তবতায় কৃষক বাবার সন্তানদের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা একটু বাড়াবাড়িই। তারপরও স্বপ্নটা দেখেছিলেন দীর্ঘদেহী শরিফুল। সেই স্বপ্নপূরণ করতে খুব বেশি সময় নিলেন না তরুণ পেসার। এখন কেবল এগিয়ে যাওয়ার পালা। দক্ষিণ আফ্রিকাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য শরিফুল এখন জাতীয় দলে খেলার অপেক্ষায়। শনিবার ১৮ জনের ওয়ানডে দলে সুযোগ মিলেছে তার।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ পাওয়ার পথটা মোটে সহজ ছিল না শরিফুলের। ছেলের এই যাত্রায় সবসময় পাশে ছিলেন দুলাল মিয়া। আজ তার কষ্ট সার্থক হওয়ার দিন, ‘অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছি। আমার ছেলেটা খেলাধুলায় এত পাগল ছিলে যে তাকে কোনোভাবেই আটকে রাখতে পারিনি। অবশেষে ওর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দেখে বাবা হিসেবে খুব ভালো লাগছে। ক্ষেতে কাম-কাজ করে ছেলেটাকে মানুষ করার চেষ্টা করেছি। বাবা হিসেবে আমার কষ্ট সার্থক। তবে আমি বলবো, আমার ছেলের কষ্ট সার্থক। সব কষ্ট তো ওই করেছে।’

ছেলের জাতীয় দলে সুযোগ পাওয়ার খবর শুনে খুশিতে কেঁদে ফেলেন শরিফুলের মা বুলবুলি বেগম। দুলাল মিয়া বললেন, ‘খবরটা ৩টার দিকে শুনি। ছেলেও আমাদের ফোন দিয়ে খবর দিয়েছে, সবার সঙ্গে কথা বলেছে। ওর খুশি দেখে ওর মা কেঁদে ফেলেছিল। এমন খবরে আমাদের পরিবারের সবাই খুব খুশি। এলাকার মানুষ খুশি। সবাইকে মিষ্টিমুখ করাবো। আমি এখনও বাজার থেকে মিষ্টি কিনছি।’

যেতে হবে তাকে আরও বহুদূর ছেলের স্বপ্নযাত্রা যেন দীর্ঘায়িত হয়, বাবা হিসেবে এটাই চান দুলাল মিয়া, ‘আমি সবসময় বিশ্বাস করতাম ও, ওর স্বপ্নপূরণ করতে পারবে। এখন দোয়া করি, বাংলাদেশ দলকে যেন অনেকদিন সার্ভিস দিতে পারে। ও এমন কিছু করবে, যাতে করে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল হবে।’

মউমারি বাজারে বসেই স্বপ্ন দেখা শুরু করেছিলেন শরিফুল। এই বাজারে দাঁড়িয়েই শরিফুলের বাবা ছেলেকে নিয়ে নতুন স্বপ্নের কথা জানালেন। মউমারি গ্রামের মানুষজনও হয়তো একদিন গর্ব করে বলবে, ‘এই শরিফুল আমাদের ছেলে।’ গর্ব করবে কী, জাতীয় দলে সুযোগ পাওয়াটাও তো কম প্রাপ্তি নয়!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!