X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৭১ টিভিকে সতর্ক করলেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ১৭:১১আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৭:১১

অর্থপাচারের অভিযোগ নিয়ে কানাডায় পালিয়ে থাকা পি কে হালদারের বক্তব্য নিউজ ও টকশো ‘একাত্তর জার্নাল’-এ প্রচার করায় বেসরকারি টিভি চ্যানেল ৭১ টিভিকে সতর্ক করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই অভিযোগ থেকে অব্যাহতি এবং ভবিষ্যতে বিচারাধীন মামলায় অভিযুক্ত ও পলাতক আসামির বক্তব্য প্রচারের ক্ষেত্রে ৭১ টিভিসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আদালত।

৭১ টিভির বিরুদ্ধে দুদকের করা আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করে রবিবার (১৭ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। আর ৭১ টিভির পক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ আশরাফ আলী।

আদালত বলেছেন, ‘৭১ টিভি এফিডেভিট দিয়ে বলেছেন- পি কে হালদারের বক্তব্য অসৎ উদ্দেশ্য থেকে নয়, সরল বিশ্বাসে প্রচার করেছে তারা। আদালতের মর্যাদাকে খাটো করার উদ্দেশে তা করা হয়নি। এছাড়া পলাতক আসামির বক্তব্য প্রচার করা যাবে না, এমন কোনও আদেশও কোনও আদালতের ছিল না। ৭১ টিভির এই বক্তব্য গ্রহণ করে তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো।’

একইসঙ্গে বিচারাধীন মামলায় পলাতক ও দণ্ডিত আসামির বক্তব্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে হাইকোর্টের ইতোপূর্বে দেওয়া নিষেধাজ্ঞা বহালের আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি থেকেই ১৫শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে। এছাড়াও সব মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই সময় গোপনে কানাডায় পালিয়ে যায় পি কে হালদার।
পরবর্তীতে তাকে দেশে ফেরার বিষয়ে গত ২০ অক্টোবর হাইকোর্টকে জানায়। পি কে হালদারের প্রতিষ্ঠান আইএলএফএসএল’র পক্ষ থেকে হাইকোর্টকে জানানো হয়, ২৫ অক্টোবর দুবাই থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা আসার জন্য টিকিট কেটেছেন তবে অসুস্থতার কথা বলে পড়ে তিনি দেশে ফেরেননি। বর্তমানে ইন্টারপোলের রেড নোটিশও জারি আছে তার বিরুদ্ধে।

এদিকে গত ৩০ ডিসেম্বর পি কে হালদারসহ সব পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে একাত্তর টিভিতে পিকে হালদারের প্রচারিত সাক্ষাৎকার ও টক শো’র ভিডিও দাখিলের নির্দেশ দেন আদালত। সেসব ভিডিও পর্যালোচনা শেষে উপরোক্ত আদেশ দিলেন হাইকোর্ট।

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ