X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষ উপলক্ষে জেলায় জেলায় ঘর পাচ্ছেন গৃহহীনরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ জানুয়ারি ২০২১, ০৫:০৫আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০৫:০৮

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (২৩ জানুয়ারি) সারাদেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। দেশের প্রতিটি জেলায় হবে এই ঘর প্রদানের উৎসব।  প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আলোচিত এই কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার সারাদেশে জেলা প্রশাসকরা প্রেস ব্রিফিং করেন। এখানে নোয়াখালী, রাজশাহী, মাগুরা ও মৌলভীবাজারের খবর: 

নোয়াখালীতে সরকারিভাবে ঘর পাচ্ছে ৮৫৫টি গৃহহীন পরিবার

নোয়াখালী প্রতিনিধি জানান, মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান উপলক্ষে বৃহস্পতিবার নোয়াখালীতে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে জানানো হয়, এ প্রকল্পের আওতায় আগামী ১৭ মার্চের মধ্যে সরকারিভাবে ঘর পাচ্ছে ৮৫৫টি গৃহহীন পরিবার।
দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১ম ধাপে নোয়াখালীর ৯ উপজেলার ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত ৮৫৫টি ঘরের মধ্যে সম্পন্ন হওয়া ১৫০টি ঘর উপকারভোগী পরিবারের অনুকূলে হস্তান্তর করবেন। অবশিষ্ট আরও ৭০৫টি ঘর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আগেই গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ঘরগুলো নির্মাণে কোনও প্রকার অনিয়ম দুর্নীতি যাতে না হয় সে জন্য প্রত্যেক উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিষয়টি তদারকি করছেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবু ইউসুফসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহীতে মুজিববর্ষের ঘরের প্রস্তুতি উপলক্ষে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

মুজিববর্ষে ঘর পাচ্ছে রাজশাহীর ৬৯২ পরিবার
রাজশাহী প্রতিনিধি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে ঘর পাচ্ছেন রাজশাহীর ৬৯২টি পরিবার। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে গৃহহীনরা এসব বাড়ি পাবেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা জেলা প্রশাসক আবদুল জলিল তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসক জানান, রাজশাহীর ৯টি উপজেলার ৬৯২টি পরিবারের জন্য বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে গোদাগাড়ী ২৮০টি, তানোরে ৫৭টি, মোহনপুরে ১৬টি, বাগমারায় ১৭৫টি, দুর্গাপুরে ৩২টি, পুঠিয়ায় ৫৪টি, চারঘাটে ১৫টি, বাঘায় ১৬টি এবং পবায় ৪৭টি পরিবার ঘর পাচ্ছে।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, রাজশাহী জেলায় ৬৯২টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বন্দোবস্তকৃত ২ শতাংশ খাস জমির কবুলিয়ত ও নামজারী করাসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। বরাদ্দকৃত ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া অধিকাংশ ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহৎ এ কর্মযজ্ঞে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা ষাটোর্দ্ধ প্রবীণ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়েছে। খাস জমিতে ব্যারাক নির্মাণের মাধ্যমে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান করে একক গৃহ নির্মাণ করা হয়েছে। দুই কক্ষবিশিষ্ট সেমি পাকা ঘরে একটি টয়লেট, একটি রান্না ঘর ও ইউটিলিটি স্পেস রয়েছে। প্রতিটি ঘর নির্মাণ বাবদ এক লাখ ৭১ হাজার টাকা বরাদ্দে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, উপপরিচালক (স্থানীয় সরকার) শাহানা আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, শিক্ষা ও আইসিটি মো. কামরুজ্জমান।

মাগুরায় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

মাগুরায় ১১৫ ভূমিহীন ও গৃহহীন পাচ্ছে জমি ও বাড়ি

মাগুরা প্রতিনিধি জানান,‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।’ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে মাগুরাসহ দেশের সকল জেলায় ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার প্রেস ব্রিফিং মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত ব্রিফিংয়ে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, এই কার্যক্রামের আওতায় প্রথম পর্যায়ে মাগুরার ১১৫টিসহ সারাদেশে ৬৬ হাজার ১৮৯টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। মাগুরায় ১১৫টি ঘরের মধ্যে সদর উপজেলায় ১৫টি, শ্রীপুরে ২০টি, শালিখায় ৫০টি এবং মহম্মদপুর উপজেলায় ৩০টি ঘর পাচ্ছেন উপকারভোগীরা। প্রতিটি পরিবারের নামে ২ শতক খাস জমি বরাদ্দ দিয়ে এ সকল ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণের জন্য ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।
২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের সকল জেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। ব্রিফিংয়ে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুহাম্মদ বাতেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, সাংবাদিক সাইদুর রহমান, ইব্রাহিম আলী মোনাল, আবু বাসার আখন্দ, শফিকুল ইসলাম,আলোক বোস, দেলোয়ার হোসেন প্রমুখ।

মৌলভীবাজার জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাবে ১১২৬ পরিবার

মৌলভীবাজার প্রতিনিধি জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমি ও গৃহহীন ১১২৬ পরিবারের জন্য ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এবার প্রস্তুতকৃত এসব ঘর হস্তান্তরের অপেক্ষা।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এসব তথ্য জানান।
তিনি বলেন, খাস জমি দখলমুক্ত করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথম পর্যায়ে ১১২৬টি সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে।
প্রতিটি ঘর নির্মাণ থেকে শুরু করে হস্তান্তর পর্যন্ত খরচ হবে ১ লাখ ৭৩ হাজার ২ শত ৫০ টাকা। সেমিপাকা ঘরের সাথে ভূমি ও গৃহহীন পরিবার দুই শতক জমি পাবেন।
প্রসঙ্গত শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর উপকারভোগীদের ঘর বুঝিয়ে দেওয়া হবে।
মৌলভীবাজার জেলায় ওই দিন ৫৪২ পরিবার এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাকি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

/টিএন/
সম্পর্কিত
বাস-অটোরিকশার সংঘর্ষে মাগুরায় নিহত ৩
‘কিংস পার্টিতে’ সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব
মেয়াদোত্তীর্ণ ৮০ বস্তা খেজুর বিক্রির পর  ১২০ বস্তা জব্দ
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা