X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কোভ্যাক্স উদ্যোগে যোগ দেবে যুক্তরাষ্ট্র: ফাউচি

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১, ১৭:৪৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৭:৪৭
image

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি বলেছেন, যুক্তরাষ্ট্র ভ্যাকসিনের সুষ্ঠু ও ন্যায্য বন্টনের আন্তর্জাতিক উদ্যোগ (কোভ্যাক্স) এর সঙ্গে যুক্ত হবে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র কর্মকর্তাদের সঙ্গে এক অনলাইন বৈঠকে এ ঘোষণা দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

করোনা মহামারি মোকাবিলায় মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে ২০২০ সালের জুলাইয়ে ডব্লিউএইচও-কে যুক্তরাষ্ট্রের তহবিল প্রদান বন্ধ করে দেন সেসময়কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটির সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবেন বলে ঘোষণা দেন তিনি। শুধু তাই নয়, কোভ্যাক্স উদ্যোগের সঙ্গে যুক্তরাষ্ট্রকে যুক্ত করতেও অস্বীকৃতি জানান ট্রাম্প। এরইমধ্যে ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জো বাইডেন। এদিনই জাতিসংঘকে লেখা চিঠিতে তিনি জানান যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডব্লিউএইচও থেকে বেরিয়ে আসার যে পরিকল্পনা করেছিল সেটি প্রত্যাহার করা হচ্ছে।

আর পরদিন বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ফাউচি জানান, যুক্তরাষ্ট্র কোভ্যাক্স উদ্যোগে যোগ দিতে ইচ্ছুক। শিগগিরই বাইডেন এ সংক্রান্ত নির্দেশনা জারি করবেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের আশ্বস্ত করেন তিনি। ফাউচি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন একটি নির্দেশনাপত্র জারি করবেন যেখানে কোভ্যাক্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়ার ইচ্ছার কথা বলা থাকবে। এছাড়া কোভিড-১৯ ভ্যাকসিন, থেরাপি, রোগ নির্ণায়ক সরঞ্জামের বিতরণ, সমবণ্টন, গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত বহুমাত্রিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহযোগিতার কথাও থাকবে।’

ফাউচি আরও জানান, যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও’র সদস্য পদে আসীন থাকবে এবং আর্থিকভাবে এই সংস্থায় তার যা দায়িত্ব সেগুলো পালন করে যাবে। বিশেষজ্ঞরা বলছেন করোনাভাইরাসের টিকার ন্যায্য বন্টন নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতার সিদ্ধান্ত সেই উদ্বেগ প্রশমনে সাহায্য করতে পারে।

উল্লেখ্য, কোভ্যাক্স প্রকল্প হচ্ছে ডব্লিউএইচও-এর নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক উদ্যোগ। এর পূর্ণাঙ্গ রূপ হলো কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি। বিশ্ব স্বাস্থ্য সস্থা (ডব্লিউএইচও) ছাড়াও উদ্যোগটির সঙ্গে রয়েছে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন ও দাতব্য সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)। এর লক্ষ্য হলো-কোভিড ১৯ ভ্যাকসিন মজুত করে না রেখে ধনী-গরিব নির্বিশেষে সর্বোচ্চ ঝুঁকির দেশগুলোতে তা বণ্টন করার জন্য বিভিন্ন দেশের সরকারকে উৎসাহিত করা।

/এফইউ/
সম্পর্কিত
রাফাহতে হামলার আশঙ্কা, ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
সর্বশেষ খবর
‘রবীন্দ্রনাথ বাঙালিকে আলোর পথ দেখিয়েছেন’
‘রবীন্দ্রনাথ বাঙালিকে আলোর পথ দেখিয়েছেন’
‘মেসি-রোনালদোদের দল হারলে কি মাঠ ছেড়ে চলে যায়’
‘মেসি-রোনালদোদের দল হারলে কি মাঠ ছেড়ে চলে যায়’
এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা
এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা
বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা
বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ