X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এবার পরিচ্ছন্নতা কর্মীদের অফিসে তালা দিলো ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ১৭:৩২আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৭:৩২

পরিচ্ছন্নতা কর্মীদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে সংস্থাটির সচিব আকরামুজ্জামানের উপস্থিতিতে এই তালা লাগানো হয় বলে জানিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তাদের টানাপড়েন। বিষয়টি নিয়ে শ্রমিকরা আন্দোলনও করেন। যে কারণে তাদের ৪ জন শ্রমিককে কর্মচ্যুত করা হয়। পাশাপাশি আজ কর্মীদের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

ডিএসসিসি সচিব দফতর সূত্রে জানায়, পরিচ্ছন্নতা কর্মীদের কয়েক মাসের বেতন বকেয়া ছিল। সম্প্রতি বকেয়া বেতন আদায় নিয়ে সংস্থাটির হিসাব বিভাগের এক কর্মচারীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার ব্যক্তিগত সহকারী মো. আলী হোসেনকে মারধর করেন কর্মীরা। যা আইনশৃঙ্খলা পরিপন্থী হিসেবে উল্লেখ করে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত ৪ শ্রমিককে কর্মচ্যুত করা হয়।

এছাড়া এই হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগে ডিএসসিসির স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি এম এ গনি ও সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে আজ কোনও কারণ ছাড়াই পরিচ্ছন্নতা কর্মীদের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন সংস্থার সচিব আকরামুজ্জামান।

পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। এতে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। কবে নাগাদ বেতন দেওয়া হবে সেটিও স্পষ্ট করে কিছুই জানাচ্ছে না কর্তৃপক্ষ। বেতন-ভাতার বিষয়ে খোঁজ নেওয়ার জন্যই তারা হিসাব বিভাগে গিয়ে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার ব্যক্তিগত সহকারীর সঙ্গে কথা বলছিলেন। কিন্তু কাউকে মারধর করেননি। এর মধ্যে মঙ্গলবার সকালে তাদের অফিসে তালা লাগিয়ে দিয়েছে ডিএসসিসি।

নগর ভবনের চতুর্থ তলায় স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের অফিস। মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, এই অফিসের পৃথক দুটি ফটকে তালা ঝুলছে। অফিসের সামনে দাঁড়িয়ে আছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তারা বলছেন, বেতন ভাতার জন্য যাতে কোনও অভিযোগ বা আন্দোলন করা না হয় সে জন্যই কর্তৃপক্ষ এমন কাজ করতে পারে।

তবে স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ জানান, তাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই কর্তৃপক্ষ তালা লাগিয়ে দিয়েছেন। নতুন কমিটি গঠনের পর তালা খুলে দিবেন বলে তারা জানিয়েছেন।

এ বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে কোনও মন্তব্য করেননি সংস্থাটির সচিব আকরামুজ্জামান।

 

/এসএস/এমআর/
সম্পর্কিত
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ বছর, শেষ হয়নি বিচার
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’