X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আতিকের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি ১১ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৬:৫১আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৭:০৬

আদালতের আদেশ অমান্য করে বিহারি ক্যাম্প উচ্ছেদ করায় আপিল বিভাগে মেয়র আতিকুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার ওপর শুনানির জন্য আগামী ১১ এপ্রিল দিন নির্ধারণ করেছেন চেম্বার জজ আদালত।

বুধবার (২৭ জানুয়ারি) মামলার আইনজীবী সগীর হোসেন লিওন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।’

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২৪ জানুয়ারি আদালতের আদেশ অমান্য করে বিহারি ক্যাম্প উচ্ছেদ করায় আপিল বিভাগে ডিএনসিসি'র মেয়র আতিকুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। আতিকুল ইসলাম ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, মিরপুর জোনের ডিএমপির উপ-পুলিশ কমিশনার মেহতাব উদ্দিন, ডিএনসিসির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু এবং পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলীর বিরুদ্ধেও আদালত অবমাননার অভিযোগ আনা হয়। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন দায়ের করেন উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম, সহ-সভাপতি মো. জীবন ও নাদের ইসলাম আন্নু। একইসঙ্গে আবেদনে ৩৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।

আবেদনকারীর আইনজীবী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এর আগেও ডিএনসিসি মিরপুরের বিহারি ক্যাম্পগুলো উচ্ছেদ করার চেষ্টা করেছিল। আমরা ২০২০ সালের ২৩ নভেম্বর ক্যাম্প উচ্ছেদ না করতে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছিলাম। তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী ওকালতনামা জমা দিয়ে শুনানি করেছিলেন। তাদের উপস্থিতিতে আদালত ২০২১ সালের ২ মে পর্যন্ত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।’

কিন্তু আদালতের সেই আদেশ না মেনে গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মিরপুরে বিহারি ক্যাম্পগুলোতে ভাঙচুর চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এজন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয় বলেও জানান রিটকারীদের আইনজীবী।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি