X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্লিনকেনের নিয়োগ চূড়ান্ত করলো সিনেট

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১৯:২৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৪:২২
image

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত অ্যান্থনি ব্লিনকেনের নিয়োগ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোটাভুটির পর তার নিয়োগ চূড়ান্ত করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ব্লিনকেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনে উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ওই প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। এমনকি তিনি সিনেটর থাকাকালীনও তার সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ করেছেন ব্লিনকেন। প্রেসিডেন্ট হিসেবে জয় পাওয়ার পর সে আস্থাভাজনকেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেন বাইডেন। মঙ্গলবার ১০০ সদস্যবিশিষ্ট সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে ব্লিনকেনের নিয়োগের পক্ষে ৭৮ ভোট পড়ে ও বিপক্ষে পড়ে ২২ ভোট।নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এদিনই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন ব্লিনকেন।

আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ার আগে সিনেটে অনুষ্ঠিত শুনানিতে অ্যান্টনি ব্লিনকেন বলেন, নতুন বাইডেন প্রশাসন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি মার্কিন ‍সমর্থন বন্ধ করে দেবে। ইরান পারমাণবিক চুক্তিতেও ফিরে যাবে যুক্তরাষ্ট্র।

গত ২০ জানুয়ারি বাইডেন শপথগ্রগহণ করার পর থেকে এ নিয়ে চতুর্থ মন্ত্রীর অনুমোদন দিয়েছে সিনেট। এর আগে এভ্রিল হাইনেস, লয়েড অস্টিন এবং জ্যানেট ইয়েলেনকে নিয়োগ দেওয়া হয়। হাইনেস হচ্ছেন ন্যাশনাল ইন্টিলিজেন্সের প্রথম নারী পরিচালক। আর অস্টিন হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী। আর ইয়েলেন হলেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ