ঢাকা-সিলেট রেলপথে ১৬টি নতুন বগি নিয়ে পারাবত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে সংযোজনের জন্য সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে ১৬টি নতুন বগি আনা হয়।
কুলাউড়া রেল স্টেশনের মাস্টার হরিপদ সরকার বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিদিন পারাবত ট্রেনে কুলাউড়া থেকে সিলেটে ২৫০ থেকে ৩০০ জন যাত্রী চলাচল করেন। এসময় টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় লেগে যায়। দুর্ভোগ এড়াতে কেউ কেউ দুই-এক দিন আগে টিকিট নিয়ে নেন। যারা আসন পান না তাদের দাঁড়িয়ে থাকতে হয়।
তিনি আরও বলেন, ওই ট্রেনে কুলাউড়া থেকে সিলেটগামী যাত্রীদের জন্য কমপক্ষে ১৫০টি আসন বরাদ্দ করা দরকার। তবে কুলাউড়া থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য যে পরিমাণ আসন বরাদ্দ করা হয়েছে তা ঠিক আছে।
জানা যায়, ট্রেনে প্রথম শ্রেণি, এসি চেয়ার ও শোভন চেয়ার মিলিয়ে মোট ৭১৯টি আসন আছে। এর মধ্যে কুলাউড়া স্টেশন থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য তিনটি প্রথম শ্রেণি, পাঁচটি এসি চেয়ার ও ৪৫টি শোভন চেয়ার এবং কুলাউড়া থেকে সিলেটগামী যাত্রীদের জন্য তিনটি প্রথম শ্রেণি, পাঁচটি এসি চেয়ার ও ৬০টি শোভন চেয়ার বরাদ্দ করা হয়েছে। কুলাউড়াসহ আশপাশের জুড়ী ও বড়লেখা উপজেলার লোকজন এ স্টেশন দিয়ে ট্রেনে বিভিন্ন স্থানে চলাচল করেন।
কুলাউড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ জানান, পারাবত ট্রেনে প্রতিদিন বিভিন্ন কাজে লোকজন সিলেটে যান। কাজ শেষে আবার ওই ট্রেনে তারা ফেরেন। ট্রেনে নতুন বগি হওয়ায় আসন সংখ্যা বাড়বে বলে আশা করেছিলাম। কিন্তু আসন কম বরাদ্দ দেওয়ায় আমরা হতাশ হয়েছি।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার শাহাদাত আলী বাংলাট্রিবিউনকে জানান, নতুন বগি সংযোজন করায় স্টেশনভিত্তিক আসন বরাদ্দ করা হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী সময়ে আসন বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
/এমডিপি/এমএসএম