X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দুর্নীতি করে কেউ পার পাবে না: দুদক চেয়ারম্যান

রংপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৬

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুর্নীতির সঙ্গে জড়িতদের যতই ক্ষমতা ও প্রভাব থাকুক না কেন, তাদের কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রংপুর সিটি করপোরেশনে দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দুদকের টিম এই দুর্নীতির তদন্তে কাজ করছে। আশা করি, খুব শিগগিরই এ তদন্ত শেষ করা যাবে। আর তদন্তে দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণ পেলে তারা যত বড় ক্ষমতাবানই হোন না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।
এসময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’
এমপি লিটন হত্যা মামলা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ডা. কাদের খানের সম্পদের সন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনও ছাড় দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘দেশের জনগণকে দেখাতে চাই, তাদের বলতে চাই, কেউই আইনের ঊর্ধ্বে নয়। যার যত ক্ষমতাই থাকুক, দুর্নীতি করে কেউ পাবে না।’ নিজে দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির অভিযোগে প্রায় পাঁচশ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, শঠিবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দুদক চেয়ারম্যান। তিনি শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং তাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কোষাধ্যাক্ষ এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, জেলা প্রশাসক সুলতানা পারভীন প্রমুখ।

আরও পড়ুন-

এক বছর পর দেশে ফিরলেন ৪ বাংলাদেশি

জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: নাসিম

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ