X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চিঠি চালাচালির যাঁতাকলে ১৭৩০ আইসিটি শিক্ষক

নাটোর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ১১:১৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১১:২১

নাটোর বেতন ছাড়ে অর্থ মন্ত্রণালয় আর শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি চালাচালির যাঁতাকলে পড়েছেন দেশের এক হাজার ৭৩০ জন আইসিটি শিক্ষক। যাদের মধ্যে প্রায় অর্ধশত শিক্ষক নাটোরের বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলে বেতন ছাড়াই চাকরি করছেন।

জানা গেছে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা প্রায় দ্বিগুণ হলেও শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের প্রায় ৬ বছরেও ভাগ্যের পরিবর্তন হয়নি এসব শিক্ষকদের। ফলে আইসিটি শিক্ষক হয়েও এনালগ জীবন কাটাতে হচ্ছে তাদের। এখন তারা না পারছেন চাকরি ছাড়তে, না পারছেন বেতন নিয়ে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোঁটাতে।

জানা গেছে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার কম্পিউটার শিক্ষা চালু করেন। ২০১২ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়টি আবশ্যিক বিষয় হিসেবে পাঠ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়। এই বিষয়টি পড়ানোর জন্য দায়িত্ব পান কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। কিন্তু আজ পর্যন্ত এই নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ আছে। বর্তমানে নাটোরে বেতন না পাওয়া আইসিটি শিক্ষকের সংখ্যা প্রায় অর্ধশত। আর সারা দেশে এ সংখ্যা এক হাজার ৭৩০ জন ।

এ বিষয়ে বাংলাদেশ এমপিও বঞ্চিত আইসিটি শিক্ষকদের সংগঠনের সভাপতি আশিকুজ্জামান বাংলা ট্রিবিউনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘এমপিও বঞ্চিত আইসিটি শিক্ষকদের বেতন চালুর দাবিতে সংগঠনের পক্ষ থেকে ঢাকায় দীর্ঘ ২৩ দিন আন্দোলন করা হয়েছে। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ওয়াহেদুজ্জামান স্বল্পতম সময়ের মধ্যে সমস্যাটি সমাধানে তাদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু সে আশ্বাস এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়নি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সারা দেশে ১ হাজার ৭৩০ জন আইসিটি শিক্ষকের বেতন ছাড়ের বিষয়টি এখন শিক্ষামন্ত্রণালয় তদন্ত করছে বলে শুনেছি। কিন্তু এখনও পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। যা অর্থমন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি চালাচালির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আর এই চিঠি চালাচালির যাঁতাকলে পড়ে দুর্বিসহ এনালগ জীবন যাপন করছেন আইসিটি শিক্ষকরা।’

জেলার সিংড়া উপজেলার বৃষ্ণপুর ইটালী মডেল উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মশিউর রহমান জানান, ‘২০১২ সালের শেষের দিকে আমি শিক্ষক হিসেবে  নিয়োগ পাই। কিন্তু বেতন না পাওয়ায় পরিবারের সদস্যদের তিরস্কারের পাত্র হয়েছি।’

একই এলাকার আলহাজ্ব আব্দুর রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক রুখসানা পারভীন জানান, ‘পরিবারের লোকজন আশা করেছিলেন, চাকরি করে আমি পরিবারের অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা সহায়তা করতে পারবো। কিন্তু আজও বেতন পায়নি। ফলে মাঝে মাঝে স্বামী ও পরিবারের লোকজন বিরক্ত হয়ে আমাকে চাকরি ছেড়ে দিতে বলেন।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ