X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ মে ২০১৭, ২১:১০আপডেট : ০৪ মে ২০১৭, ২১:১৪

সড়ক দুর্ঘটনা ফেনী, গাজীপুর ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত তিন জন। বৃহস্পতিবার (৪ মে) ভোর থেকে দুপুরে মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এই তিন জেলার বাংলা ট্রিবিউন প্রতিনিধির পাঠানো খবর—
ফেনী: ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এসময় একই পরিবারের আরও তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— লক্ষীপুর জেলার মঈনুর বেগম (৩৮) ও তার শিশু কন্যা ফারজানা।
মুহুরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহম্মদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত মঈনুর বেগম তার ছোট ভাই সেলিমকে নিয়ে চট্টগ্রাম বিমানবন্দর থেকে মাইক্রেবাসে করে তাদের গ্রামের বাড়িতে আসছিলেন। এসময় মুহুরীগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়।’
গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে পিকআপের ধাক্কা লেগে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌর এলাকার আসপাডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পিকআপ ভ্যানচালক দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলাহাট গ্রামের আল-আমিন (২৪) ও পিকআপ ভ্যান মালিক শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আমিনুল ইসলাম (২৮)।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোরে গাজীপুর থেকে শ্রীপুরগামী একটি পিকআপ ভ্যান আসপাডা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক আল-আমিন নিহত হয়। পরে আহত আমিনুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
জামালপুর: জামালপুরের সরিষাবাড়িতে পিকআপ ভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ি-তারাকান্দি সড়কের তালুকদার বাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আব্দুল মান্নান ও হাতেম আলী। তাদের বাড়ি সরিষাবাড়ি উপজেলার পোগলদিগা ইউনিনের পুঠিয়ার পাড় এলাকায়।

আরও পড়ুন-

সারাদেশে কাউন্টার টেরোরিজম ইউনিটের শাখা হবে: স্বরাষ্ট্র সচিব

আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে সমাজ সভ্যতা টিকবে না: প্রধান বিচারপতি

সাংবাদিক শিমুল হত্যাকাণ্ড: মিরুর ভাইয়ের বিরুদ্ধে এবার অস্ত্র আইনে চার্জশিট

/এমডিপি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী