X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

উত্তরাঞ্চলে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু

বগুড়া প্রতিনিধি
২১ মে ২০১৭, ০৭:৪৭আপডেট : ২১ মে ২০১৭, ০৮:০০

পরিবহন ধর্মঘট সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশের হয়রানি বন্ধসহ সাত দফা দাবি আদায়ে উত্তরাঞ্চলের ১৬ জেলায় আজ রবিবার (২১ মে) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন কর্মবিরতি শুরু হয়েছে। শনিবার (২০ মে) বিকালে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুল মান্নান আকন্দ এ কর্মসূচির ঘোষণা দেন। ওইসময় তিনি বলেন, ‘আমাদের দাবি মেনে না নেওয়া হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।’
বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুল মান্নান আকন্দ জানান, ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, অবিলম্বে বাম্পার, সাইড অ্যাঙ্গেল ও হুক খোলার সরকারি আবেদন প্রত্যাহার, ২০১৭ সালের মন্ত্রিসভায় নতুন খসড়া আইন প্রত্যাহার, বিভিন্ন স্থানে স্থাপিত ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে।
আবদুল মান্নান জানান, বেঁধে দেওয়া সময় শনিবার বিকালের মধ্যে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ না করায় রবিবার সকাল ৬টা থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সব ধরনের পণ্য পরিবহন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের এ কর্মসূচি হবে শান্তিপূর্ণ।
এর আগে মালিক শ্রমিক ঐক্য পরিষদ গত বুধবার বগুড়া শহরতলীর চার মাথায় সেঞ্চুরি মোটেলে এবং এর কয়েকদিন আগে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে দাবিগুলো মেনে নিতে ২০ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। ওইসব সভায় সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

অপারেশন ‘সান ডেভিল’ মামলা ডিবিতে হস্তান্তর

থানা হাজতে ‘আত্মহত্যা’ই করেছিলেন আসামি বাবু!

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা