X
বুধবার, ০৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

লংগদু পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

রাঙামাটি প্রতিনিধি
১৭ জুন ২০১৭, ২৩:০৬আপডেট : ১৭ জুন ২০১৭, ২৩:৩৪

লংগদু পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি দল (ছবি- রাঙামাটি প্রতিনিধি)

রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। শনিবার (১৭ জুন) সকালেই দলটি ওই এলাকা পরিদর্শনে যায়।

স্থানীয়রা জানান, প্রতিনিধি দলটির প্রধান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কামাল উদ্দিন তালুকদার উপজেলা বিশ্রামাগারে স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পাহাড়ি নেতাদের সঙ্গে আলোচনা সভা করেন। এসময় তার সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সুদত্ত চাকমা।

সভায় প্রতিনিধি দলের সদস্যরা অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, ‘যা ঘটেছে তা খুবই মর্মান্তিক। এখন সকলের চেষ্টায় বর্তমান অবস্থা থেকে পরিত্রাণের পথ খুঁজতে হবে। অভিমান-অভিযোগ নিয়ে বসে না থেকে কিভাবে আস্থাহীন অবস্থা ঠিক করতে হবে। সরকারের ঊর্ধ্বতন মহলে বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে আলাপ-আলোচনা চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ পুনর্বাসন করা হবে। আপনাদের হতাশ হওয়ার কারণ নেই, সরকার আপনাদের পাশে আছে।’

তারা আরও বলেন, ‘সব ভেদাভেদ ভুলে সামনে এগিয়ে যেতে হবে। সন্দেহ, অবিশ্বাস দূর করতে পাহাড়ি-বাঙালি সবারই এগিয়ে আসতে হবে। সাধারণ পাহাড়িদের অভয় দিতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে। তবেই শান্তি ফিরে আসা সম্ভব।’

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জানে আলম, জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা, ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, কুলিন মিত্র চাকমাসহ স্থানীয় পাহাড়ি ও বাঙালি কমিউনিটির ব্যক্তিরা। এরপর সকাল ১১টায় প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত তিনিটিলা এলাকার পুড়ে যাওয়া ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে।

উল্লেখ্য, ১ জুন লংগদুর যুবলীগ নেতা ও মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়নকে সন্ত্রাসীরা হত্যা করে লাশ ফেলে রাখে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের চারমাইল এলাকায়। পরের দিন নয়নের লাশসহ শোক-মিছিল নিয়ে উপজেলা মাঠে যাওয়ার সময় কিছু দুষ্কৃতকারী পাহাড়িদের দোকান ও বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে দুই শতাধিক ঘর পুড়ে যায়। এ ঘটনায় লংগদু থানা পুলিশ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং পাহাড়িদের পক্ষে আরও ৯৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে দু’টি মামলা করে।

/এমএ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলশানে ভাস্কর রাসাকে হেনস্তার অভিযোগ
গুলশানে ভাস্কর রাসাকে হেনস্তার অভিযোগ
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জন গ্রেফতার
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জন গ্রেফতার
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
ভারত ও যুক্তরাজ্যের ‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তি, কমবে শুল্ক
ভারত ও যুক্তরাজ্যের ‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তি, কমবে শুল্ক
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ