X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

শিগগিরই স্যাটেলাইট কমিউনিটি ক্লিনিক ত্রিপুরা পাড়ায়

চট্টগ্রাম ব্যুরো
১৮ জুলাই ২০১৭, ২৩:৩৪আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২৩:৫১

সংবাদ সম্মেলনে কথা বলছেন সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী (ছবি- চট্টগ্রাম ব্যুরো)

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাছড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় শিগগিরই স্যাটেলাইট কমিউনিটি ক্লিনিক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে নগরীর ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী এ তথ্য জানান।

আজিজুর রহমান সিদ্দিকী আরও বলেন, ‘৯ শিশু মৃত্যুর কারণ অনুসন্ধানে জানা গেছে, ত্রিপুরা পাড়া টিকাদান কর্মসূচির বাইরে ছিল। তাই সেখানে একটি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৯ জুলাই) থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে।’

তিনি বলেন, ‘ত্রিপুরা পাড়ায় বীরেন্দ্র ত্রিপুরা এবং দক্ষিণ সোনাইছড়ি ত্রিপুরা পাড়ার মগরাম ত্রিপুরার বাড়িতে দু’টি অস্থায়ী টিকাদান কেন্দ্র হবে। নির্ধারিত দিনগুলোতে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত টিকা দেওয়া হবে।’

সিভিল সার্জন বলেন, ‘বুধবার আমরা সেখানে যাব। যারা সুস্থ, কাল শুধু ওইসব শিশুকে টিকা দেওয়া হবে। অপুষ্টিতে ভোগা শিশুদের পুষ্টি নিশ্চিত করে তারপর টিকা দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত ত্রিপুরা পাড়ার মোট ৯২ জন শিশু অসুস্থ হয়ে বিআইটিআইডি ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসাপাতালে ভর্তি হয়। এর মধ্যে মঙ্গলবার আরও ছয় শিশুকে বিআইটিআইডিতে ভর্তি করা হয়। বর্তমানে ৬৩ জন শিশু চমেক হাসপাতাল ও আরও ২৯ জন শিশু বিআইটিআইডিতে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে বিআইটিআইডি হাসপাতালের পরিচালক অধ্যাপক এমএ হাসান চৌধুরী জানান, সুস্থবোধ করায় মঙ্গলবার চিকিৎসাধীন শিশুদের ২০ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আক্রান্ত আরও পাঁচ শিশুকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ত্রিপুরা পাড়া টিকাদান কর্মসূচির আওতায় না আসায় নিজেদের দায়ী বলে স্বীকার করেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর অধ্যাপক আবুল হাশেম খান।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠী স্বাস্থ্য সেবার বাইরে থাকার জন্য কেবল ওই এলাকায় কর্মরত চিকিৎসকরাই দায়ী নন; এর জন্য দায়ী আমরাও।’

তিনি আরও বলেন, ‘ত্রিপুরা পাড়ায় দ্রুততম সময়ে কমিউনিটি ক্লিনিক চালু করার পাশাপাশি স্যাটেলাইট ক্লিনিকের কার্যক্রম শুরু করা হবে। এছাড়া বিশ্ব ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহায়তায় পাঁচ বছর মেয়াদী ট্রাইভাল হেলথ প্রকল্প চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেবে বিশেষ কমিটি, হবে নীতিমালা
স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেবে বিশেষ কমিটি, হবে নীতিমালা
বঁটির কোপে দুই বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন, চাচি আটক
বঁটির কোপে দুই বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন, চাচি আটক
আইনে স্বীকৃত অনেক অবিচার এখনও আছে: এম এ মান্নান
আইনে স্বীকৃত অনেক অবিচার এখনও আছে: এম এ মান্নান
অফিস টাইমে চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসে থাকলে ব্যবস্থা
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিঅফিস টাইমে চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসে থাকলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা