X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘২০২১ সালের মধ্যে আইসিটি থেকে সরকারের আয় হবে ৫ বিলিয়ন ডলার’

নাটোর প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ১৭:৩৬আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৭:৪২

নাটোরে এক অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক (ছবি- প্রতিনিধি)

২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে সরকারের পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আয় হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (২২ জুলাই) দুপুরে সিংড়া উপজেলার গোল-ই-আফরোজ সরকারি কলেজ চত্বরে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে সরকারের আয় হবে ৫ বিলিয়ন ডলার। আর এক্ষেত্রে নাটোরের চলনবিলের সিংড়া হবে তথ্যপ্রযুক্তির মিনি সিঙ্গাপুর।’

তিনি বলেন, ‘সারাদেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। সিংড়ায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক, ৩৭ লাখ টাকা ব্যয়ে ইনকিউবেশন সেন্টার ও ৩৩ লাখ টাকা ব্যয়ে কারিগরি কলেজ প্রতিষ্ঠিত হবে।  সারাদেশে এসব পার্কের মাধ্যমে ২০ লাখ তরুণের  কর্মসংস্থান হবে, এর মধ্যে শুধু সিংড়ায় ২০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।’

তিনি আরও বলেন, ‘চলনবিলকে তথ্যপ্রযুক্তির মিনি সিঙ্গাপুরে রূপান্তরিত করতে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।’

ইতোমধ্যে দেশে পাঁচ হাজার ২২৭টি ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৬০ লাখ মানুষকে সেবা দেওয়া হচ্ছে দাবি করে পলক বলেন, ‘ই-গর্ভনেন্স প্রতিষ্ঠার পর মানুষকে আর শহরে যেতে হয় না।’

তিনি বলেন, ‘আগামী ২০১৮ সালের মধ্যে সারাদেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে হাইস্পিড ইন্টারনেট কানেকটিভিটি পৌঁছে দেওয়া হবে। আর এ কাজ বাস্তবায়ন হলে সাধারণ মানুষ আর দুর্নীতি, হয়রানি ও অর্থ অপচয়ের শিকার হবেন না।’

কম্পিউটার কাউন্সিলের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গর্ভনেন্স (এলআইসিটি) প্রকল্প আয়োজিত আইসিটি ক্যারিয়ার ক্যাম্পে সিংড়ার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৮৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আইসিটি প্রজেক্ট ডিরেক্টর রেজাউল করিম, এলআইসিটি কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান এবং সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে