X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তিস্তা ব্যারেজ, হতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র

নীলফামারী প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ২০:১২আপডেট : ২২ জুলাই ২০১৭, ২০:১২

নীলফামারীর ডালিয়া ব্যারেজ নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ দেশের সব চেয়ে একটি সেচ প্রকল্প। এ প্রকল্প ঘিরে তিস্তার পাড়ে সারা বছর বিভিন্ন এলাকা থেকে থেকে অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন। ঈদ কিংবা পুজা নয়, উৎসব ছাড়াও বছরের প্রতিটি দিনই ভিড় জমে এখানে। স্থানীয়রা মনে করেন ব্যারেজকে ঘিরে গড়ে উঠতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র।
ব্যারেজ এলাকায় আসা ভ্রমণ পিপুসু লোকজন জানান, ব্যারেজে সবুজ অরণ্যের নয়ানাভিরাম দৃশ্য সবাই মন কাড়ার মতো। ব্যারেজের সবুজ অরণ্যে পাখিদের মিষ্টি কলরব আর কোলাহলমুক্ত পরিবেশ মানুষকে টানে। তিস্তার পানি নিয়ন্ত্রণের জন্য উঁচু কন্ট্রোল টাওয়ার, সুইচ খালের পানি থেকে বালি সরানোর সিলট্রাপ, নদীর ডান তীর বাঁধের নির্মিত স্পার, সবুজের হাতছানি, শিহরণ জাগানিয়া বাতাস যেন নৈসর্গিক। সব মিলিয়ে সৌন্দর্যের পরিপূর্ণতায় সুসজ্জিত ডালিয়া তিস্তা ব্যারেজ।

ব্যারেজ নির্মাণের পরই হাজার মানুষের মন জয় করে নিয়েছে তিস্তা পাড়। দিনে দিনে আরও জনপ্রিয় হয়ে ওঠেছে এ জায়গাটি। দিনাজপুরের রানিরবন্দর এলাকা থেকে আসা জালাল উদ্দিন বলেন, ‘এতো সুন্দর জায়গা তাই বার বার ছুটে আসি। কিন্তু টয়লেট, পানি ও ছাউনিসহ আনুষাঙ্গিক ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হয় আমার মতো অন্য মানুষদেরও।’

বেড়াতে আসা এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, অবসর নামের ‘বালাখানা’ রয়েছে এখানে। ব্যারেজে একটি আন্তর্জাতিক মানের লজ ছাড়াও ডালিয়া ও দোয়ানীতে রয়েছে আলাদা দু’টি বাংলো।

‘সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র’ হতে পারে উল্লেখ করে স্থানীয়রা বলেন, ‘এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে এলাকার অসংখ্য মানুষের আয়-রোজগারের পথ তৈরি হবে। তিস্তা পাড় ও চরাঞ্চলের কর্মহীন মানুষের স্থায়ী কর্মসংস্থানও হবে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান জানান, ব্যারেজ এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার চিন্তা-ভাবনা রয়েছে কর্তৃপক্ষের। তিনি বলেন, ‘দ্রুত আনুষাঙ্গিক প্রক্রিয়া শুরু করা হবে।’

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ