X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে বন্যার পানি বাড়ছে: ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

জয়পুরহাট প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ২০:১৬আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২০:১৭

জয়পুরহাটে বন্যা প্রবল বর্ষণ আর উজানের ঢলে জয়পুরহাটে বন্যার পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলার তুলশীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে পুরো বাঁধ। বন্যার কারণে জেলার মাধ্যমিক ও প্রাথমিক ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত করা হয়েছে। পানি বেড়ে যাওয়ায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়া, কোমরগ্রাম, হিচমি ও পল্লীবিদ্যুতের প্রায় পাঁচ কিলোমিটার অংশ ডুবে গেছে। বর্তমানে ওইপথে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার তুলশীগঙ্গা নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

সরেজমিনে জয়পুরহাট বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আক্কেলপুর উপজেলার মাদারতলী এলাকায় গিয়ে দেখা গেছে, নদীর বাম তীরের প্রায় ১৫ ফুট বাঁধ ধসে গেছে। খবর পেয়ে পানি উন্নয়ন বিভাগের সহকারী বিভাগীয় প্রকৌশলী নজমুল হক স্থানটি পরিদর্শন করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বাঁধটি মেরামত করা হয়। বন্যার পানিতে আক্রান্ত হওয়ায় জেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জয়পুরহাটে বন্যা জেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ এবং বদরুজ্জেহা বেগম জানান,বন্যায় জলমগ্ন হয়ে পড়ায় ঝুঁকির কারণে জেলার ১১টি মাধ্যমিক এবং ৪টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান স্থগিত করা হয়েছে।

জেলার পানি উন্নয়ন বিভাগের সহকারী বিভাগীয় প্রকৌশলী একেএম নজমুল হাসান বলেন, ‘নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। তুলশীগঙ্গা নদীর পানি বুধবার (১৬ আগস্ট) বিকাল ৫টা পর্যন্ত বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে তিনি জানান। 

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র