X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

হাকিমপুরে বন্যায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

হিলি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৯

বন্যায় ক্ষতিগ্রস্ত হামিকপুরের কিছু এলাকা এখনও পানির নিচে, ছবি প্রতিনিধি বন্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চলতি মৌসুমের রোপাআমন ধান, মাছ, কাঁচা বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠান, কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষেত্রে মোট আর্থিক ক্ষতির পরিমাণ ১২ কোটি ৬৮ লাখ আটাশি হাজার ৪শ’ টাকা। হাকিমপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. সজীবুল করিম এ তথ্য জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, হাকিমপুর উপজেলার ১১ দশমিক ৫০ শতাংশ শহরাঞ্চল ও ২৫ শতাংশ গ্রামাঞ্চলসহ মোট ৩৬ দশমিক ৫০ শতাংশ এলাকা চার থেকে পাঁচ দিন বন্যার পানিতে নিমজ্জিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে নিজ বাড়িতে পানিবন্দি হয়ে পড়েছিলেন তিন হাজার মানুষ। আর অস্থায়ী শিবিরে ১৭০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। বন্যার কারণে উপজেলার ৪০টি কাঁচা বাড়ি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে,আর ২শ’টি কাঁচা বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় উপজেলার ১৮৫ হেক্টর জমির রোপাআমন পানিতে তলিয়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ২০ হেক্টর জমির ধান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ৭৬ দশমিক শূন্য চার হেক্টর পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। বন্যায় একটি মসজিদের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে এক দশমিক ৮৮ কিলোমিটার পাঁকা সড়ক, ১০ দশমিক ৫০ শতাংশ কাঁচা সড়কসহ মোট ১২ দশমিক ৩৮ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় দুইটি উচ্চ বিদ্যালয় ও একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য আহরণ উপকরণ ১২০টি জাল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে হাকিমপুর উপজেলায় এ বছর বন্যায় ১২ কোটি ৬৮ লাখ আটাশি হাজার ৪শ’ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।  

হাকিমপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. সজীবুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইতোমধ্যেই বন্যায় ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। এছাড়া উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌরসভার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণের ২০ টন চাল বিতরণ করা হয়েছে। কিছু ঢেউটিন এসেছে, আমরা তালিকা প্রস্তুত করছি, যাচাই-বাছাই শেষে তাদের মাঝে বিতরণ করা হবে বলে।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের আহ্বান সাঈদ খোকনের
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের আহ্বান সাঈদ খোকনের
আর কে মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন
আর কে মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন
মেহেরবানি করে আমাদের মতো থাকতে দিন, ভারতের প্রতি অলি
এলডিপির সংবাদ সম্মেলনে বিএনপি নেতামেহেরবানি করে আমাদের মতো থাকতে দিন, ভারতের প্রতি অলি
জমি নিয়ে বিরোধে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজির
জমি নিয়ে বিরোধে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজির
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির