X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

পা পিছলে পড়লেন এমপি, কপাল পুড়লো দুই স্টেশন মাস্টারের

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৫

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন স্ত্রীকে তুলে দিয়ে চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) তানভীর ইমাম। গত ৪ সেপ্টেম্বরের এ ঘটনায় শেষ পর্যন্ত কপাল পুড়লো দায়িত্বরত দু’জন স্টেশন মাস্টারের। দায়িত্ব ও কর্তব্য অবহেলার অপরাধে উল্লাপাড়ার স্টেশন মাস্টার এবং সহকারী স্টেশন মাস্টার দু’জনকেই পশ্চিমাঞ্চল রেল বিভাগ সাময়িক বরখাস্ত করেছে।
ঘটনার পরদিন গত বুধবার (৫ সেপ্টেম্বর) উল্লাপাড়ার স্টেশন মাস্টার সামছুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। আর তদন্ত প্রতিবেদনের পর শুক্রবার (৮ সেপ্টেম্বর) সাময়িক বরখাস্ত হলেন সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেন। ঘটনার সময় সেখানে উপস্থিত না থাকলেও ওইদিন সংসদ সদস্যের সমর্থকদের হাতে তিনি লাঞ্ছিত হন। মারধরের ঘটনার পরেও দ্বিতীয় দফায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। 
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে স্টেশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাংসদ তানভীর ইমাম গত ৪ সেপ্টেম্বর বিকাল পৌনে ৩টার সময় উল্লাপাড়া স্টেশন থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে স্ত্রীকে তুলে দিয়ে হঠাৎ নামতে গিয়ে পড়ে যান। এরপরই তিনি পশ্চিম রেলওয়ে বিভাগের মহাব্যবস্থাপকের নিকট মৌখিক অভিযোগ করেন। অভিযোগের কারণে ওই দিনই সাময়িক বরখাস্ত হন স্টেশন মাস্টার মো. সামছুল আলম।
অন্যদিকে, সংসদ সদস্য ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা পিছলে পড়ে যাওয়ার কারণে তার সমর্থকরা উত্তেজিত হয়ে সহকারি স্টেশন মাস্টারকে চড়-থাপ্পড় মারেন। সিগন্যালের পতাকার লাঠি দিয়ে বেধড়ক পেটায় বলে অভিযোগ করে স্টেশন মাস্টার ও সহকারি স্টেশন মাস্টার। পরে সহকারী স্টেশন মাস্টারকে পাকশী রেলওয়ে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

ট্রেনটি যাত্রী উঠানামার জন্য ওইদিন তিন মিনিটের স্থলে সাড়ে চার মিনিট দাঁড়ায়। এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ওই তদন্ত কমিটির সদস্য পাকশী রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী ও পরিবহন নিয়ন্ত্রণ কর্মকর্তা আনোয়ার হোসেন বৃহস্পতিবার সরেজমিনে ঘটনাটি তদন্ত করেন। তারা ৯ জনের লিখিত সাক্ষ্য নেন। রাতেই তদন্ত প্রতিবেদন পাকশী রেল বিভাগ বরাবর জমা দেন। পরদিন শুক্রবার (৮ সেপ্টেম্বর) আহত স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়।

পশ্চিমাঞ্চল পাকশী রেল বিভাগের ব্যবস্থাপক অসিম কুমার তালুকদার দু’জনের সাময়িক বরখাস্তের সত্যতা স্বীকার করে শুক্রবার সন্ধায় বলেন, ‘পানি সব সময়ই নিচের দিকেই গড়ে। আমরা নিরুপায়। চাপে আছি। মূল স্টেশন মাস্টারের কিছুটা দায়িত্ব অবহেলা থাকলেও সহকারী স্টেশন মাস্টারের দোষ ছিল না। তারপরেও তাকে সাময়িক বরখাস্ত করতে হয়েছে।’

কী ধরনের চাপে পড়ে সহকারী স্টেশন মাস্টারকেও সাময়িক বরখাস্ত করা হলো, জানতে চাইলে তা বলতে অপরাগতা প্রকাশ করেন পাকশী রেল বিভাগের এই কর্মকর্তা।

অন্যদিকে, তদন্ত প্রতিবেদনের বিষয়ে অসিম কুমার তালুকদার জানান,  প্রতিবেদন হাতে পাওয়ার পর মহাব্যবস্থাপকের মাধ্যমে রেল বিভাগের মহাপরিচালকের নিকট পাঠানো হয়েছে।

সহকারী স্টেশন মাস্টরকে সংসদ সদস্যের সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ সম্পর্কে জানতে সংসদ সদস্য তানভীর ইমামের সঙ্গে ঘটনার পরদিন যোগাযোগ করা হলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন। ওইদিন তিনি বলেন, ‘আমি উপস্থিত থাকাকালে কোনও ধরনের মারধরের ঘটনা ঘটেনি। বরং স্টেশন মাস্টাররা নিজেরা বাঁচতে সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়েছেন।’

আরও পড়ুন
সংসদ সদস্য ট্রেন থেকে পড়ে যাওয়ায় স্টেশন মাস্টার বরখাস্ত

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত
পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত
আলাভেসকে বিধ্বস্ত করে যে রেকর্ড গড়েছে রিয়াল
আলাভেসকে বিধ্বস্ত করে যে রেকর্ড গড়েছে রিয়াল
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যুগপৎ ধারায় আসবে নতুন কর্মসূচিবিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান