X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অবশেষে সীমান্তের অস্থায়ী পোস্ট সরিয়ে নিলো বিএসএফ

হিলি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ০২:১১

হিলি সীমান্ত (ফাইল ফটো) দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখা ঘেঁষে বিজিবিকে না জানিয়ে অস্থায়ী ডিউটি পোস্ট নির্মাণ কাজ শুরু করলেও তা একদিন পর সরিয়ে নেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মাহবুব উল আলম বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাব-পিলারের বালুরচর নামক এলাকায় রেললাইনের পাশে সীমান্তের শূন্যরেখার ১০ গজ ভারত অভ্যন্তরে নির্মিত অস্থায়ী ডিউটি পোস্টটি নির্মাণ করা হচ্ছিলো।
এর আগে সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব উল আলম ও বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর মিথেল শেখর। দুই বাহিনীর বৈঠক শেষে অস্থায়ী পোস্ট সরিয়ে নেয় বিএসএফ।

সুবেদার মো. মাহবুব উল আলম বাংলা ট্রিবিউনকে জানান, আন্তর্জাতিক সীমারেখা আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখার দুই পার্শ্বের ১৫০ গজ এলাকায় নতুন করে কোনও স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু শনিবার দুপুরে সীমান্তের বালুরচর নামক এলাকায় শূন্যরেখার ১০ গজ ভারত অভ্যন্তরে বিজিবিকে না জানিয়ে তারা বাঁশ দিয়ে অস্থায়ীভাবে ডিউটি পোস্ট নির্মাণ কাজ শুরু করে। সেখানে পোস্ট নির্মাণ কাজ বন্ধ করতে বলি এবং বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে পত্র দেওয়া হয়। পরে বিকালে তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে