X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

সিলেট প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৭

নিহত মাসুম

সিলেটে আধিপত্যের জের ধরে ছাত্রলীগ কর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুমকে হত্যাকাণ্ডের ঘটনায় এমসি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীসহ ১০ জনের নামে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে শাহপরান থানায় মামলাটি (মামলা নম্বর ৬) দায়ের করেন নিহতের মা আছিয়া বেগম। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, ‘মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।’

আসামিরা হলো- এমসি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরী (৩২), রাজন দেব (২৮), মুকিত আহমদ (২৬), আছাদ আহমদ (২৩), টিটু (২৪), মো. জাকির হোসেন (২০), অয়ন তালুকদার শিশির (২০), গৌতম (২২), শাকিল হোসেন শাহীন (২১) ও জুয়েল আহমদ (১৯)।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরের শিবগঞ্জ সাদিপুর এলাকায় জাকারিয়া মো. মাসুমকে ছুরিকাঘাত করে হত্যা করে টিলাগড়ের ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনার পর ছাত্রলীগ নেতা টিটু চৌধুরী ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করে আসছে নিহত মাসুমের পরিবার।

নিহত মাসুমের ব্যাপারে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান বলেন, ‘মাসুম যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামানের অনুসারী। সে স্থানীয় ছাত্রলীগ কর্মী।’

মাসুম হত্যার দায়ে অভিযুক্ত টিটু চৌধুরীর ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেন, ‘টিটু চৌধুরী ছাত্রলীগের কোনও পদে নাই। তবে সে এমসি কলেজের ছাত্রলীগ নেতা। সেখানে অনেকদিন থেকেই ছাত্রলীগের কোনও কমিটি হয় না।’  

টিটু চৌধুরী এমসি কলেজের ডিগ্রি পাস কোর্সের (প্রাইভেট) ছাত্র বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।

উল্লেখ্য, এবছরের জুলাই মাসে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস ভাঙচুরের ঘটনায় আদালতের নির্দেশে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় টিটু চৌধুরীসহ ১০জনকে আসামি করে (১৭ জুলাই) দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন কলেজের অধ্যক্ষ।

এ সংক্রান্ত আরও সংবাদ:


সিলেটে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
নির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা