X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত

রাজশাহী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৮:০১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৮:০৪

রাজশাহীতে দুর্ঘটনার পর জব্দ করা কাভার্ডভ্যান রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মহানগরীর কাটাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেললাইনে ট্রেনে কাটা পড়ে  মারা যান অজ্ঞাত এক ব্যক্তি। রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে কাটাখালী বাজারে ঢাকা থেকে রাজশাহীগামী আহমেদ পার্সেল সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ফারুক হোসেনকে ধাক্কা দেয়। এতে ফারুক গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফারুক বেলঘরিয়া এলাকার জাহিদুল হকের ছেলে। তিনি কাটাখালী বাজারের একটি দোকানে কাজ করতেন।

ওসি মেহেদি হাসান আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে গিয়েছিল। পরে রাজশাহী শহরের একটি তেল পাম্প থেকে গাড়িটি জব্দ করা হয়। তবে গাড়ির চালক পালিয়ে গেছেন। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঈশ্বরদী থেকে রহনপুরগামী আইআর ট্রেনে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন।

ওসি আরও বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের দুইশ গজ পূর্বে রেললাইন থেকে লাশটি উদ্ধার করে। আনুমানিক ৪০ বছর বয়সী পরিচয়হীন ব্যক্তি সকাল ৬টা ৫ মিনিটের দিকে ঈশ্বরদী থেকে রহনপুরগামী আইআর ট্রেনে কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে। লাশটির পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ