X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বরিশালে জীবনানন্দ দাশ স্মরণ

বরিশাল প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ২২:০৭আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২২:০৭

জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে তার ৬৩তম মৃত্যুবার্ষিকীতে বরিশালে নানা আয়োজনে স্মরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) সকালে নগরের বগুড়া রোডে কবির পৈত্রিক বাড়িতে নির্মিত জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগারে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে সেখানে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় কবির জীবন ও অবদান নিয়ে আলোচনা হয়।

জাতীয় কবিতা পরিষদ বরিশালের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোশতাক আল মেহেদির সভাপতিত্বে সাধারণ সম্পাদক পার্থ সারথির সঞ্চালনায় সভায় আলোচনা করেন পাপিয়া জেসমিন, সাবেক সাধারণ সম্পাদক তৌফিক মারুফ, সুভাষ চন্দ্র দাস নিতাই প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বগুড়া রোডের নাম পরিবর্তন করে আমাদের প্রিয় কবির নামে ‘জীবনানন্দ সড়ক’ করা হলেও সিটি করপোরেশনের উদাসীনতায় এ অঞ্চলের দোকানপাট, বাড়িঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে এখনও বগুড়া রোড লেখা হচ্ছে। এটা কবির প্রতি এক ধরনের অসৌজন্যতা।

সরকারিভাবে জীবনানন্দ মেলার আরও বিস্তৃতি প্রত্যাশা করে বক্তারা বলেন, জীবনানন্দ অঙ্গনকে কোনোক্রমেই প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক গোষ্ঠীর আলোচনা সভার কেন্দ্রবিন্দু হতে দেওয়া হবে না। জীবনানন্দ অঙ্গনের জন্য একজন নিয়মিত কর্মী নিয়োগ এবং নিয়মিত অফিস খোলা রাখার জন্য জেলা প্রশাসকের প্রতি জোর দাবি জানান হয়।

অনুষ্ঠানে কবির কবিতা আবৃত্তি করেন কাজী সেলিনা, শোভন কর্মকার কৃষ্ণ, আতিকুর রহমান হিমু। সভায় আরও উপস্থিত ছিলেন, অপূর্ব গৌতম, সুনন্দ বাশার, অনিন্দ্য দ্বীপ, আ. রহমান, জুবায়ের হোসেন সাহেদ প্রমুখ।

এছাড়া, একইস্থানে ‘আড্ডা ধানসিঁড়ি’র আয়োজনে জীবনানন্দ দাশকে নিবেদিত কবিতা আবৃতি ও আলোচনা সভার আয়োজন করা হয়।  

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি