X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

৫৩ বছর পর লালমনিরহাট সরকারি কলেজে হোস্টেল নির্মাণ

লালমনিরহাট প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ২২:৪০আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২২:৪৪

লালমনিরহাট সরকারি কলেজে ছাত্রী হোস্টেল নির্মাণ করা হয়েছে লালমনিরহাট সরকারি কলেজের ছাত্রীদের জন্য একটি হোস্টেল নির্মাণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।  ৫৩ বছর পর প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে এ হোস্টেলটি নির্মাণ করা হয়েছে। এ প্রসঙ্গে নির্মাণ কাজের দেখভালের দায়িত্বে থাকা কুড়িগ্রাম জোন শিক্ষা প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী নরেন্দ্রনাথ রায় বলেন, ‘পাঁচ তলা ভিতযুক্ত চার তলা ভবনের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ২০১৮ সালের জানুয়ারি মাসে ১শ’ শয্যাবিশিষ্ট ছাত্রী নিবাসটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আশা করা হচ্ছে। সেই লক্ষ্যে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। ৯৫ শতাংশ কাজ শেষও হয়েছে।’

লালমনিরহাট সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন সীমা ও তমালিকা পারভীন বলেন, ‘আমাদের মতো গ্রামের মেয়েরা স্বল্প খরচে এখন থেকে হোস্টেলে থেকে নিয়মিত ক্লাস করতে পারবে।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল হাসান সোহাগ বলেন, ‘আমাদের জন্যও আবাসিক হোস্টেল নির্মাণ করা হোক। এছাড়া পরিবহন সুবিধাও দেওয়া হোক। তাহলে দূর থেকে কলেজে আসা-যাওয়ার সুবিধা হবে।’ 

লালমনিরহাট সরকারি কলেজে ছাত্রী হোস্টেলের ভিত্তি প্রস্তর লালমনিরহাট সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রভাষক আরমান রহমান বলেন, ‘হোস্টেলটি চালু হলে অন্তত নারী শিক্ষার্থীদের আর দুর্ভোগ থাকবে না।’   

লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ সুজন শাহ-ই-ফজলুল বলেন, ‘ছাত্রী হোস্টেল নির্মাণের ফলে নারী শিক্ষায় পশ্চাৎপদ এ অঞ্চলের গরিব ও মেধাবী শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান করে নিয়মিত ক্লাস করতে পারবে। নারীদের মানসম্পন্ন শিক্ষা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে হোস্টেলটি। তবে কলেজে লাইব্রেরি ও অডিটোরিয়াম কাম একাডেমিক ভবন না থাকায় মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়েও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না।’

লালমনিরহাট সরকারি কলেজ সূত্রে জানা গেছে, স্থানীয় শিক্ষানুরাগীরা ১৯৬৪ সালের ১ জুলাই বর্তমান লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি টিনশেড ভাড়া ঘরে লালমনিরহাট কলেজটি প্রতিষ্ঠা করেন। লালমনিরহাট জেলা জজ আদালত এলাকায় কলেজটির বর্তমান ক্যাম্পাসে নতুন বিল্ডিং নির্মিত হলে ১৯৭১ সালের ১ জানুয়ারি সেখানে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ১৯৮৪ সালের ১ নভেম্বর কলেজটি জাতীয়করণ করে তৎকালীন সরকার।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ