X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ছাত্রলীগের দুই কর্মীকে হত্যার ঘটনায় দুই স্কুলছাত্র গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ১৫:২৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৫:২৫

নিহত ছাত্রলীগ কর্মী

জেলা ছাত্রলীগের দুই কর্মী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রুবেলকে গ্রেফতার করা হয়। এ নিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ছাত্ররা হলো, কনক দাস ও জামিল।  রবিবার (১০ ডিসেম্বর) ভোর রাতে মৌলভীবাজার মডেল পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন মডেল থানার ডিউটি অফিসার শিলা বেগম ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে কুলাউড়া উপজেলার পাবই এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে কৌশিক দাশের ছেলে কনককে গ্রেফতার করা হয়। অপর দিকে সদর উপজেলার ফতেপুর এলাকায় নিজ বাড়ি থেকে আনসার মিয়ার ছেলে আল জামিলকে গ্রেফতার করা হয়। তারা দুই জনই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও স্কুলের আবাসিক হোস্টেলে থাকতো। ঘটনার পরপর তারা হোস্টেল ছেড়ে বাড়ি চলে যায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ রবিবার দুপুরে বাংলা ট্রিবিউনকে জানান, নিহত শাহবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও  কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেফতার কনক ও জামিল মামলার এজহারভুক্ত আসামি। এর আগে গত ৮ ডিসেম্বর ভোর রাতে শহরের বেরীরচর এলাকার ফকরুল ইসলামের ছেলে রুবেলকে রাজনগর থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগ কর্মী শাহবাব রহমান (২৩) ও নাহিদ আলম মাহিকে (১৮) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: ভাই হোক ভাতিজা হোক, আমার কাছে দল বড়: এরশাদ

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?