X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘দক্ষিণাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থা পাল্টে যাবে শিগগিরই’

নড়াইল প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৮, ১৯:৪১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৯:৫২

বক্তব্য রাখছেন নারায়ণ চন্দ্র চন্দ (ছবি- প্রতিনিধি)

বর্তমান সরকার দক্ষিণাঞ্চলের মানুষের জন্য নানান উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেছেন, ‘সরকার দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু বানাচ্ছে, মধুমতি নদীতে কালনা সেতু নির্মাণ করছে। একইসঙ্গে সরকার নড়াইল হয়ে বেনাপোল পর্যন্ত ফোর লেন সড়ক বানাচ্ছে, পাশাপাশি রেললাইনও নির্মাণ করছে। এসব কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থা পাল্টে যাবে। অর্থনৈতিক পটও পরিবর্তন হবে।’

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের দুই দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন নারায়ণ চন্দ্র চন্দ। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বর্তমানে মানুষের মাথাপিছু আয় ১৬শ’ ডলার, যা ২০০৭-২০০৮ সালে ছিল ৫শ’ ৬০ ডলারে। দেশের সব সেক্টর এখন ডিজিটালাইজড। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। বিগত ৩০ বছরে যে উন্নয়ন হয়নি, গত ৯ বছরে বর্তমান সরকার তার চেয়ে বেশি উন্নয়ন করেছে।’

এসময় তিনি লোহাগড়া কলেজের মাঠ ভরাট করাসহ প্রয়োজনীয় একাডেমিক ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মুন্সী আফতাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর এসএম এনামুল কবির, সাবেক অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ শ,ম, আনোয়ারুজ্জামান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল হান্নান রুনু, আওয়ামী লীগ নেতা মো. আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন– সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব সৈয়দ মসিয়ুর রহমান। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর অনুষ্ঠানে আগতদের শুভেচ্ছা জানান। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন– নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশিদ, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে