X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ছাত্রলীগ নেতা শাওন হত্যার ঘটনায় পুলিশের মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১৮:৩৪আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৮:৩৪

নিহত আশফাক আল রাফী শাওন

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মার্চ) কোতোয়ালি মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় পুলিশ তিন জনকে গ্রেফতার দেখিয়েছে।

গ্রেফতারকৃত তিন জন হলো- মৃত্যুঞ্জয় রোডের সঞ্জয় দত্ত (২৬), আকুয়ার চৌরঙ্গী মোড়ের এস এম আরিফুল হক (২৭) ও ভাটিকাশর এলাকার আমিনুল ইসলাম হিমেল (২৭)। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে ময়মনসিংহের ১ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম রাজীবুল হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত আগামী ১৮ মার্চ শুনানির দিন ধার্য করে। একই সঙ্গে পুলিশ কবর থেকে শাওনের লাশ উত্তোলনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে নগরীর গোলপুকুর পাড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন। সন্ত্রাসীরা শাওনের পেটে ২টি গুলি করে হত্যা নিশ্চিত করে বলে জানায় তার পরিবার। এই ঘটনায় শাওনের পরিবার কোনও মামলা না করায় ঘটনার ১৯ দিনের মাথায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে কথা বলে আদালতের নির্দেশনা অনুযায়ী কবর থেকে শাওনের লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হবে। এদিকে শাওন হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রেলওয়ে স্টেশনের স্থানীয় কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। 

আরও পড়ুন: আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ফয়জুরের বাবা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধুর শোবার ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
বন্ধুর শোবার ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
ঢাকায় প্রথমবার ‘পপাই’র একক কনসার্ট
ঢাকায় প্রথমবার ‘পপাই’র একক কনসার্ট
শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে: প্রধানমন্ত্রী
শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে: প্রধানমন্ত্রী
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক