X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন: নসরুল হামিদ

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ০১:০৬আপডেট : ১৯ মার্চ ২০১৮, ০১:১৪

বক্তব্য রাখছেন নসরুল হামিদ (ছবি- প্রতিনিধি)

দেশের নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, সংসদের স্পিকার নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী। দেশের তৈরি পোশাক খাতকে ৩০ লাখ নারী এগিয়ে নিচ্ছেন। কেবল রাজনীতি বা পোশাক খাত নয়; সর্বক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছেন।’

রবিবার (১৮ মার্চ) বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে নসরুল হামিদ স্পোর্টস একাডেমির উদ্যোগে নসরুল হামিদ প্রমিলা হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্ধোধনের সময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন। সিঙ্গাপুরের রাষ্ট্রপ্রধান আমাদের দেশের অভূতপুর্ব উন্নয়নের প্রশংসা করেছেন।’

কেরানীগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘জাতীয় মহিলা ফুটবল দলের সবাই প্রত্যন্ত গ্রামের। তারা যদি ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারে, কেরানীগঞ্জের মেয়েরা কেন খেলাধুলায় ভালো করতে পারবে না? আমি আশা করবো, কেরানীগঞ্জের মেয়েরাও বিভিন্ন খেলাধুলায় চ্যাম্পিয়ন হবে। মেয়েদের অংশগ্রহণের জন্য আমরা সারাবছরই বিভিন্ন খেলাধুলার আয়োজন করবো। নিয়মিত খেলাধুলা করার জন্য আরও কিছু মাঠ করা হবে। আমি তেঘরিয়া ইউনিয়নে একটি ক্রিকেট স্টেডিয়াম করেছি।’

তিনি আরও বলেন, ‘আপনারা আপনাদের মেয়েদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের জন্য অনুমতি দিন। দেখবেন, তারা একসময় আপনার পরিবারের জন্য, এলাকার জন্য, এমনকি দেশের জন্য গৌরব বয়ে আনবে।’

প্রতিমন্ত্রী বলেন, কেরানীগঞ্জের মেয়েদের স্কুল-কলেজগুলোতে এখন আর কোনও পুরুষ প্রিন্সিপাল থাকতে পারবে না। মেয়েদের প্রতিষ্ঠানে মেয়েরাই প্রিন্সিপাল হবে। কারণ, মেয়েদের কথা মেয়েরাই ভালো বোঝেন।’

নসরুল হামিদ স্পোর্টস একাডেমির সভাপতি জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান, আগানগর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, জিনজিরা ইউপির চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, সাবেক বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রফিক, কোন্ডা ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মীর আসাদ হোসন টিটু, ঢাকা জেলা সাবেক ছাত্রলীগ নেতা এইচ এম মেহেদী হাসান, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাজী মোস্তাক হোসেন ও নসরুল হামিদ প্রমিলা হ্যান্ডবল টুর্নমেন্ট কমিটির আহ্বায়ক নাসরিন পপি প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু