X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাস্তা না দেওয়ায় কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ

বগুড়া প্রতিনিধি
২০ মার্চ ২০১৮, ০৫:৩৬আপডেট : ২০ মার্চ ২০১৮, ০৫:৫০

বগুড়া ফসলি জমির ওপর দিয়ে মাটিবাহী ট্রাক চলাচলের রাস্তা না দেওয়ায় এক কৃষকের অর্ধশতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদ উদ্দিন সোমবার শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদ উদ্দিন শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, তার মৌজায় ৮০ শতাংশ জমিতে কলা, চিচিঙ্গা, বটবটি, পেঁয়াজ, ও নেপিয়ার ঘাষ চাষ করা হয়েছে। ভরা মৌসুমে প্রতিটি গাছে কলা ও অন্যান্য ফসল ধরেছে। এ অবস্থায় একই গ্রামের মৃত জাবের উদ্দিনের ছেলে জিয়াউর রহমান জিয়া পাশের জমি থেকে মাটি কেটে তার (ফরিদ) ফসলি জমির ওপর দিয়ে নিয়ে যেতে সেখানে ট্রাক চলাচলের রাস্তা চায়।

ফরিদ উদ্দিন অভিযোগ করেন, তিনি তার জমির উপর দিয়ে ট্রাক চলাচলের অনুমতি না দেওয়ায় জিয়া ও তার লোকজন ক্ষুব্ধ হয়। রবিবার রাত সাড়ে ১১টার দিকে জিয়ার নেতৃত্বে তার সহযোগী মারিয়া গ্রামের আবদুল খালেকসহ ৪/৫ জন জমিতে এসে ধারালো অস্ত্র দিয়ে অন্তত ৫০টি কলাগাছ ও নেপিয়ার ঘাষ কেটে ফেলে। এতে তার অন্তত ২২ হাজার টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে তিনি কলাবাগানে গেলে জিয়া ও তার লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে। রাস্তা না দিলে এবং বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ব্যাপারে প্রতিকার পেতে তিনি শাজাহানপুর থানায় জিয়া ও তার লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযুক্ত জিয়া বাড়িতে না থাকায় এবং ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, কৃষকের লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার