X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

গমে ব্লাস্ট প্রতিরোধে মেহেরপুরে সর্বোচ্চ সতর্কাবস্থা

মেহেরপুর প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ১৯:০৩আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৯:১৪

ব্লাস্টে আক্রান্ত একটি গমক্ষেত (ছবি- প্রতিনিধি)

গমে ব্লাস্ট নামক ছত্রাক প্রতিরোধে মেহেরপুরে সর্বোচ্চ সতর্কাবস্থা অবলম্বন করেছে কৃষি বিভাগ। গম ক্ষেতে প্রতিষেধক স্প্রে দেওয়া শুরু হয়েছে। গম ক্ষেত নিবিড় পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

গত দুই বছর মেহেরপুরসহ দক্ষিণাঞ্চলের ৮টি জেলায় ছত্রাকের আক্রমণে কয়েক হাজার হেক্টর গম নষ্ট হয়। এতে এ অঞ্চলে গম আবাদ হুমকির মুখে পড়ে। সেজন্য এবার গমে ব্লাস্ট প্রতিরোধে সতর্কাবস্থা অবলম্বন করেছে মেহেরপুর কৃষি বিভাগ।

কৃষি বিভাগ জানায়, ২০১৬ সালে মেহেরপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের ৮টি জেলায় গমে ব্লাস্ট নামক ছত্রাকের আক্রমণ দেখা যায়। মাঠ পর্যায়ে হুমড়ি খেয়ে পড়েন কৃষি কর্মকর্তা ও আন্তর্জাতিক গম এবং ভুট্টা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। সংকট থেকে উত্তরণের লক্ষ্যে গম গবেষকরা ব্লাস্টরোধী জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। বারি গম-৩৩ নামে জাতীয় বীজ বোর্ড এ মৌসুমে জাতটির অনুমোদন দিয়েছে। খামার ও কৃষক প্রদর্শনীর মধ্য দিয়ে চলতি মৌসুমে বিভিন্ন এলাকায় জাতটি আবাদ হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, তীব্র শীতের পর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। ফেব্রুয়ারির প্রথম থেকে রাত-দিনের তাপমাত্রার গড়েও স্বাভাবিকের চেয়ে হেরফের দেখা দেয়। এ অবস্থায় রবি ফসলে রোগ-বালাই দেখা দিতে শুরু করে। এই পরিস্থিতে আশঙ্কা করা হচ্ছে, গমক্ষেতে ব্লাস্ট আক্রমণ করতে পারে। তাই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে গমক্ষেত।

সূত্র আরও জানায়, ব্লাস্টে আক্রান্ত হলে গমের শীষ নষ্ট হতে পারে। আক্রমণ ঠেকাতে না পারলে আরও কয়েক বছর পিছিয়ে যেতে পারে গম আবাদ।

কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, মেহেরপুর জেলায় চলতি মৌসুমে ৬ হাজার ২১৫ হেক্টর জমিতে গম আবাদ হয়েছে। রবি ফসলে (গম, ভুট্টা, মসুর, সরিষা) সমৃদ্ধ জেলায় গত দুই বছরে গম আবাদে বিপর্যয় নেমে এসেছিল। এ অবস্থা থেকে উত্তরণে চাষিদের আরও সচেতনতা ও ব্লাস্টরোধী গমের জাত সম্প্রসারণের বিকল্প নেই।

জেলার গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের কৃষক সামসুজ্জামান বলেন, ‘গত বছর ব্লাস্টে আমার এক বিঘা জমির গম নষ্ট হয়ে যায়। এবার কৃষি বিভাগের পরামর্শে বীজ শোধন করে বপন করেছি ও থোড়ে নাটিভো স্প্রে করেছি।’

একই উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কৃষক সাজ্জাদ হোসেন বলেন, ‘গত বছর ব্লাস্টে আমার পাঁচ বিঘা জমির গম নষ্ট হয়ে যায়। এবার কৃষি বিভাগের পরামর্শে ঘরের বীজ শোধন করে তিন বিঘা জমিতে গম বুনেছি। ক্ষেতে নাটিভো স্প্রে করেছি। গম এবার ব্লাস্ট আক্রান্ত হয়নি।’

গমক্ষেতে প্রতিষেধক স্প্রে করছেন এক কৃষক (ছবি- প্রতিনিধি)

এবার ব্লাস্ট প্রতিরোধে কৃষি বিভাগ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ভালো ফলনের আশা করছেন সামসুজ্জামান-সাজ্জাদের মতো আরও অনেক কৃষক।

মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মুহা. মুফফাখারুল ইসলাম বলেন, ‘আমাদের ডাকে গত মাসের ৭ তারিখে মুজিবনগরে গমের মাঠ পরিদর্শন করে বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের চার সদস্যের একটি টিম। তাদের পরামর্শ অনুযায়ী আমরা কাজ করছি।’

ব্লাস্টের কারণে এবার গম উৎপাদনে কোনও লক্ষ্যমাত্রাই নির্ধারণ করা হয়নি বলে জানান মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজামান। তবে এবার আগাম চাষিরা ভালো ফলন পাবেন বলে আশা করছেন তিনিও।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. আখতারুজ্জামান বলেন, ‘ক্ষেতে গম বীজ বপনের আগে থেকেই কৃষকের সঙ্গে যোগাযোগ রয়েছে। বীজ শোধন ও খেতের প্রয়োজনীয় পরিচর্যার পরামর্শ দেওয়া হয়েছে। এখন ব্লাস্ট ঠেকানো একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তবে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। মাঠ পর্যায়ে দায়িত্বরতদের ছুটি বাতিল করা হয়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ