X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গাছের সঙ্গে বেপরোয়া বাসের ধাক্কা, হাত বিচ্ছিন্ন হলো যাত্রীর

বগুড়া প্রতিনিধি
২৪ মে ২০১৮, ১৯:৩৯আপডেট : ২৪ মে ২০১৮, ১৯:৫০

দুর্ঘটনাকবলিত বাস (ছবি- প্রতিনিধি)

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খাওয়ায় আনিসুর রহমান (৩৫) নামে এক যাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (২৪ মে) বিকালে উপজেলার কালিকাপুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আছির উদ্দিন (৫০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির সার্জেন্ট আজিজুল হক ও ছিলিমপুর ফাঁড়ির এসআই আজিজ মণ্ডল এ খবর নিশ্চিত করেন।

আনিসুর রহমান পঞ্চগড় সদরের কামাতপাড়ার আজিজার রহমানের ছেলে। তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধায় কাস্টমসে সিপাই পদে চাকরি করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের অর্থপেডিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় আহত আছির উদ্দিন রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়াচাঁনপাড়ার এমাজ উদ্দিনের ছেলে। তাকেও শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘আগমনী পরিবহন’-এর একটি বাস (ঢাকা মেটে-ব-১৪-২৪৩১) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নন্দীগ্রামের কালিকাপুর এলাকায় পৌঁছে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে আনিসুর রহমানের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় ও আছির উদ্দিন গুরুতর আহত হন।

পুলিশ আরও জানায়, ঘটনার পর পর স্থানীয়দের সহায়তায় তারা আহত দুই জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠান। চিকিৎসকরা আনিসুর রহমানকে অপারেশন থিয়েটারে নিয়ে যান।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে আনিসুর রহমানের ভাই আমিরুল ইসলাম বগুড়ার দিকে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন। তিনি মোবাইল ফোনে জানান, গত বুধবার অফিসের কাজে তার ভাই রাজশাহী গিয়েছিলেন। বৃহস্পতিবার অফিসে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। তার ভাইয়ের ১৪ মাস বয়সী একটি ছেলে রয়েছে।

জ্ঞান ফেরার পর আহত আনিসুর রহমান জানান, চালক বাসটি বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। গাছের সঙ্গে বাসের ধাক্কা লাগার পর তিনি অবচেতন হয়ে পড়েন।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির সার্জেন্ট আজিজুল হক ও ছিলিমপুর ফাঁড়ির এসআই আজিজ মন্ডলও জানান, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। আর এতেই চালক এর নিয়ন্ত্রণ হারান।

 

/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে