X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি অধ্যক্ষ আবদুল মান্নান আর নেই

গাইবান্ধা প্রতিনিধি
০৮ জুন ২০১৮, ০১:১৫আপডেট : ০৮ জুন ২০১৮, ০১:১৫

অধ্যক্ষ আবদুল মান্নান মণ্ডল

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মান্নান মণ্ডল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। আবদুল মান্নান মণ্ডল দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার বাদ জুমা গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের দশআনি গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন হবে।

জানা যায়, বৃহস্পতিবার (৭ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

আবদুল মান্নান মণ্ডল গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুরের হাকিমপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন পরিষদের টানা পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ১৯৯৫ সালের ১৫ ফ্রেবুয়ারিতে তিনি বিএনপির মনোনয়ন পেয়ে ২২ দিনের জন্য সংসদ সদস্য হয়েছিলেন।

গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন জানান, আবদুল মান্নান মণ্ডল বুধবার বিকালে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে বগুড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, শুক্রবার বাদ জুমা গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের দশআনি গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন হবে।

মৃত্যুকালে আবদুল মান্নান স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। এদিকে নিজে কলেজের অধ্যক্ষ হওয়ায় স্ত্রীকে নিয়ে আবদুল মান্নান মণ্ডল জয়পুরহাটের কালাই উপজেলায় বসবাস করে আসছিলেন।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু
দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
তরুণদের বন্যপ্রাণীর ক্ষতি না করার শপথ করালেন প্রধান বন সংরক্ষক
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
প্রতীক জটিলতায় স্থগিত হওয়া সেই ইউপিতে চলছে ভোটগ্রহণ
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ
রঙমিস্ত্রি থেকে যেভাবে এমপি আনার হত্যায় জড়ায় জিহাদ