X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

এমপি সুজার মরদেহ খুলনা আসছে রবিবার, সাত দিনের শোক

খুলনা প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ১০:১৩আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৪:০৬

মোস্তফা রশিদী সুজা খুলনা- ৪ আসনের সংসদ সদস্য খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার মরদেহ আগামীকাল রবিবার (২৯ জুলাই) খুলনায় পৌঁছাবে। এর আগে সিঙ্গাপুর থেকে বিমানে করে আজ শনিবার সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছাবে তার মরদেহ।

এমপি সুজার ব্যক্তিগত সহকারী আখতারুজ্জামান এই খবর নিশ্চিত করেছেন। ঢাকায় সুজার মরদেহ পৌঁছানোর পর রাতে বারডেমের হিমঘরে রাখা হবে। রবিবার সকাল ১০টায় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সুজার প্রতি শ্রদ্ধা জানাবেন। জানাজা শেষে সুজার মরদেহ হেলিকপ্টারে করে খুলনায় আনা হবে। রবিবার বিকাল ৪টার দিকে খুলনা শহীদ হাদিস পার্কে সুজার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ টুটপাড়া কবরস্থানে তার বাবা মায়ের পাশে দাফন করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিনগত রাতে সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

৭ দিনে শোক কর্মসূচি ঘোষণা

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে মহানগর ও জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় আজ শনিবার (২৮ জুলাই) থেকে ৭ দিনব্যাপী শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ জুলাই সকাল ৭টায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, দিনব্যাপী দলীয় কার্যালয়ে কোরআন খতম। নগরীর পাঁচ থানা এবং সব ওয়ার্ড, সব উপজেলা ও ইউনিয়ন এ কর্মসূচি একযোগ পালন করবে বলে সিদ্ধান্ত হয়।  

এছাড়া এস এম মোস্তফা রশিদী সুজার মরদেহ রবিবার খুলনায় আসার পর প্রথমে দলীয় কার্যালয়ে এনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পরে শহীদ হাদিস পার্কে জানাজা, ৩ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় শহীদ হাদিস পার্কে নাগরিক শোক সভা করা হবে।

আরও পড়ুন- খুলনা-৪ আসনের এমপি মোস্তফা রশিদী মারা গেছেন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুতিন ও শি ‘ক্ষতি করার’ পরিকল্পনা করতে এক হচ্ছেন: ট্রাম্প
পুতিন ও শি ‘ক্ষতি করার’ পরিকল্পনা করতে এক হচ্ছেন: ট্রাম্প
প্রিয় দশ
প্রিয় দশ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ক্যাম্পে জন্ম নেওয়া শিশুদের ‘দেশভাবনা’
ক্যাম্পে জন্ম নেওয়া শিশুদের ‘দেশভাবনা’
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!