X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করছে ভারত: শ্রিংলা

কক্সবাজার প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৫

কক্সবাজারে হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত সব ধরনের সহযোগিতা করছে।’ আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও জ্বালানি তেল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

শ্রিংলা বলেন, ‘ইতোমধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৫০টি বাড়ি নির্মাণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও মিয়ানমারের মংডু জেলার ক্যিং সং গ্রামে আরও ৫০টি বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে।’

রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে আছে উল্লেখ করে শ্রিংলা বলেন, ‘প্রথম ও দ্বিতীয় দফা ত্রাণসামগ্রী দেওয়ার পর এবার তৃতীয় দফা হিসেবে কেরোসিন ও স্টোভ বিতরণ করা হচ্ছে। রোহিঙ্গাদের জ্বালানির কথা বিবেচনা করে আজ ১১ লাখ লিটার কেরোসিন ও ২০ হাজার স্টোভ বিতরণ করা হচ্ছে। ২০ হাজার রোহিঙ্গা পরিবারকে একটি করে স্টোভ ও ১০ কেজি করে কেরোসিন বিতরণ করা হচ্ছে।’

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন হর্ষ বর্ধন শ্রিংলা

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সচিব মো. শাহ আলম, কক্সবাজারে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার আবুল কালাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি হাফিজ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

জ্বালানি তেল বিতরণকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘রোহিঙ্গা সংকটের পর থেকে ভারত আমাদের পাশে রয়েছে। ইতোপূর্বে ভারত রোহিঙ্গাদের মাঝে শিশুখাদ্য, চাল, ডাল, বর্ষাকালে রেইনকোট, গামবুটসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে। কিন্তু এবার আমাদের অনুরোধে জ্বালানি তেল ও স্টোভ দিয়ে সাহায্য করছে। এজন্য ভারতকে ধন্যবাদ জানাচ্ছি।’ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন হর্ষ বর্ধন শ্রিংলা

এর আগে সকালে কক্সবাজার বিমানবন্দর হয়ে কক্সবাজার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান ভারতীয় ১০ সদস্যের প্রতিনিধি দল। ভারতীয় সহকারী হাইকমিশন ও চট্টগ্রামের দ্বিতীয় সচিব শুভাসিশ সিনহা জানান, ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। প্রতিনিধি দলটি ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত মিয়ানমার সেনাদের নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখের মতো। আগে থেকে অবস্থান করাদের মিলিয়ে কক্সবাজারে রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ। এই বিশাল সংকটের মধ্যে বিভিন্ন সময় রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী পাঠালেও কোনও সময় প্রতিনিধি পাঠায়নি ভারত। তাই ভারতীয় প্রতিনিধি দলের এ সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট নিরসন প্রক্রিয়া আরও অনেকদূর এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন- টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি