X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে ভোটের মাঠে ৮ প্রার্থী, চলছে প্রচারণা

রাজবাড়ী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১১:০৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১১:০৯

 

রাজবাড়ী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার ২টি আসনে ভোটের মাঠে রয়েছেন ৮ জন প্রার্থী। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়।

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী ১  আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান ১ আসনের সংসদ সদস্য শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে রয়েছেন জেলা বিএনপির সভাপতি রাজবাড়ী-১ আসনের সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ইসলামী আন্দোলন জোটের প্রার্থী হাত পাখা প্রতীকে মো.জাহাঙ্গীর আলম খান ।

অপর দিকে রাজবাড়ী জেলার পাংশা,কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা নিয়ে রাজবাড়ী-২ আসন গঠিত ।এখানে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের বর্তমান সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম। বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে রয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবু।জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এ বি এম নুরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী ছড়ি প্রতীকে মো. নাজমুল হাসান। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাত পাখা প্রতীকে নুর মহম্মদ মিয়া।

রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ভোটকেন্দ্র, কক্ষ, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। রাজবাড়ী জেলার ২টি আসনে ৩১২টি কেন্দ্র, ১ হাজার ৫৪২টি ভোট কক্ষ চূড়ান্ত করা হয়েছে। এসব ভোটকেন্দ্র ও কক্ষের জন্য ৪ হাজার ৯৩৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্বে থাকবেন। এর মধ্যে ৩১২ জন প্রিজাইডিং অফিসার,১ হাজার ৫৪২ জন সহকারী প্রিজাইডিং অফিসার,৩ হাজার ৮৪ জন পোলিং অফিসার আছেন।

উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৪৬ হাজার  ৩৭২ জন।যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৯ ও মহিলা ভোটার ১ লাখ ৭২ হাজার ৩৩৩ জন। রাজবাড়ী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬১  হাজার ১৯২ জন। এর মধ্যে নতুন ভোটার রয়েছে ৫৯ হাজার ৫৫০ জন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ