X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম ছাড়া জলবায়ু পরিবর্তন খাতের টাকা কোথাও খরচ হয়নি: বন উপমন্ত্রী

মোংলা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ১১:৪৭আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১১:৫৭

মোংলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন খাতের টাকা সারাদেশে খরচ করা হয়নি। শুধু ঢাকা ও চট্টগ্রাম এলাকায় ব্যয় করা হয়েছে। আমি উপকূলীয় এলাকার সংসদ সদস্য হিসেবে উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করবো।’

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উপমন্ত্রী এসময় বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যে মন্ত্রণালয় দিয়েছেন, আমার এলাকার জন্য সত্যি খুব প্রয়োজন। এ জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। আমি এর মর্যদা রাখবো।’ উপকূলের মোংলার চিলা এলাকার ভাঙনরোধে বিশেষভাবে কাজ করবেন বলেও আশ্বাস দেন উপমন্ত্রী।  

নতুন মন্ত্রিসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার (১০ জানুয়ারি) তার নির্বাচনি এলাকা মোংলায় আসলে স্থানীয় আওয়ামী লীগ তাকে সংবর্ধনা দেয়। পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের মাঠে আয়োজিত এ সংবর্ধনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন, শেখ আব্দুর রহমান, প্রেস ক্লাব সভাপতি এইচ এম দুলাল, মো. বেল্লাল হোসেন, যুবলীগ নেতা, ইকবাল হোসেন, কামরুজ্জামান জসিম, শাকিল হোসেন ও শ্রমিক নেতা ওমর ফারুক সেন্টু প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার