X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যানবাহন ভাঙচুর

সাভার প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ১২:০০আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১২:০৭

শ্রমিক অবরোধ আশুলিয়ায় টানা ৬ষ্ঠ দিনের মতো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকরা বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর শুরু করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে যানবাহনের যাত্রীসহ ১০ শ্রমিক আহত হয়। শনিবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের জামগড়া এলাকায় এ সংঘর্ষ শুরু হয়ে পৌনে ১২টা পর্যন্ত চলে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।   

যানবাহন ভাঙচুর শ্রমিকরা জানান, সরকার নির্ধারিত মজুরি কাঠামোর বৈষম্যের কারণে ৬ষ্ঠ দিনের মতো শনিবার বেলা ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকাসহ আশপাশের প্রায় ১৫টি কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। এসময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে প্রায় দশটি যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এতে বিভিন্ন গাড়িতে থাকা প্রায় পাঁচ যাত্রী আহত হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়লে পুলিশ-শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পরে একটি টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয়। তবে এখনও শ্রমিকরা মহাসড়ক থেকে সড়ে গিয়ে স্থানীয় সড়কে অবস্থান করছে বলে জানা গেছে।

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) সানা সামিনুর রহমান বলেন, আশুলিয়া জামগড়া এলাকাসহ আশপাশের প্রায় ২০টি কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে এসে যানবাহনে ভাঙচুর ও অবরোধ করে রাখে। এসময় তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে জলকামান নিক্ষেপ করা হয়।  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ