X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কৃষি অর্থনীতির উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব: স্পিকার

রংপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৫৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:১৪

পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ হাটে সমকাল সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত জলবায়ু ও কৃষি মেলা ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কৃষি অর্থনীতির উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব। সরকার নিজস্ব জলবায়ু তহবিল গঠন, উপকূলীয় অঞ্চলে সাইক্লোন শেল্টার নির্মাণ, লবণাক্ততা সহনীয় ধানের জাত উদ্ভাবনসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ জলবায়ু পরিবর্তনের সঙ্গে দেশের কৃষি ও কৃষকের অভিযোজনে এবং টেকসই লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার বিকালে পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ হাটে সমকাল সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত জলবায়ু ও কৃষি মেলা ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন বলেন, ‘শেখ হাসিনার সরকার দরিদ্রবান্ধব সরকার, কৃষিবান্ধব সরকার। মাত্র ১০ টাকায় কৃষকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সার, বীজ ও কীটনাশকের সহজলভ্যতা এবং সঠিক কৃষিনীতি গ্রহণের কারণে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’ এ সময় তিনি খাদ্য সংরক্ষণ ও বিপণনে উদ্ভাবনী চিন্তাভাবনা প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

আগামীতে দেশ দারিদ্র্যমুক্ত হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিক দুই মেয়াদে রাষ্ট্রক্ষমতায় এসে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২২ শতাংশে নামিয়ে এনেছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ দারিদ্র্য কমিয়ে আনতে কাজ করলে বাংলাদেশ দ্রুত দারিদ্র্যমুক্ত হবে।’

তিনি বলেন, ‘সরকার গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য কমিয়ে আনতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ল্যাকটেটিং মাদার ভাতা প্রদান করছে। ভবিষ্যতে এর আওতা আরও বৃদ্ধি করা হবে। এছাড়াও গ্রামীণ নারীদের জন্য আয়বর্ধক সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ এবং ভিক্ষুকদের পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

এর আগে স্পিকার তিন দিনব্যাপী জলবায়ু ও কৃষি মেলা উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক স্টল স্থান পেয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ