মান্দায় উদ্ধার হওয়া বন্যগরুটি ‘নীল গাই’ বলে শনাক্ত করেছেন রাজশাহী বণ্যপ্রাণি ও পরিচর্চা কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর কবির। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে অনেক আগেই নীল গাই বিলুপ্ত হয়েছে, সম্ভবত এটি ভারত থেকে এসেছে।’
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসফিকুর রহমান বলেন, ‘নীল গাইটি আজ (মঙ্গলবার, ২২ জানুয়ারি) রাতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’
প্রসঙ্গত মঙ্গলবার (২২ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজারে স্থানীয়রা নীল গাইটি দেখতে পান। পশুটিকে এক নজর দেখতে শত শত মানুষ সেখানে ভিড় করে।
স্থানীয় সূত্রে জানা যায়, জোতবাজার গ্রামের পাশে নীল গাইটি ঘোরাঘুরি করছিল। এ সময় স্থানীয় কয়েকজন যুবক গাইটি ধরে বাজারে বেঁধে রাখে। পরে ইউনিয়ন পরিষদে রাখা হয় এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: মান্দায় গ্রামবাসীর হাতে বনগরু আটক