X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘দরিদ্র মানুষের কাছে পরিবার পরিকল্পনা কর্মসূচির তথ্য সেভাবে পৌঁছেনি’

যশোর প্রতিনিধি
২৭ মে ২০১৯, ১৬:৪১আপডেট : ২৭ মে ২০১৯, ১৬:৪৫

জেলা পরিবার পরিকল্পনা দফতর আয়োজিত কর্মশালা পরিবার পরিকল্পনা কর্মসূচি শহর অঞ্চলের শিক্ষিত মানুষের মাঝে যেমন গ্রহণযোগ্য হয়েছে, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের কাছে সচেতনতার তথ্য সেভাবে পৌঁছেনি। তাদের যদি এ বিষয়ে সচেতন করা না যায় তবে রাষ্ট্রের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। সোমবার (২৭ মে) দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে জেলা পরিবার পরিকল্পনা দফতর আয়োজিত সাংবাদিকদের অংশগ্রহণে অবহিত কর্মশালায় এ তথ্য জানান জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল।
তিনি বলেন, ‘আশার কথা হচ্ছে, আমাদের অতিরিক্ত জনসংখ্যা এখন আর সমস্যা নয়। দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারলে বিদেশের বাজারে আমাদের শ্রমশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। সংবাদমাধ্যমই হচ্ছে সবচেয়ে কার্যকর মাধ্যম যার মাধ্যমে ব্যাপক সংখ্যক মানুষ সচেতন হতে পারেন।’ যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. হারুন অর রশিদ বলেন, এসডিজি বাস্তবায়নে ২০৩০ সালের মধ্যে মাতৃ মৃত্যুহার লাখে ১৩৩ থেকে কমিয়ে ৭০ এ আনতে হবে। এজন্য সকলকে কাজ করে যেতে হবে।
কর্মশালায় বলা হয়, ‘জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যা মোকাবিলা করেই যশোর জেলা মাতৃ মৃত্যুহার, শিশু মৃত্যুহারসহ বিভিন্ন সূচকে এগিয়ে আছে। যেখানে দেশে টোটাল ফার্টিলিটি রেট (টিএফআর) ২ দশমিক ১, সেখানে যশোরে মাত্র ১ দশমিক ৬৭। দেশে মাতৃ মৃত্যুহার ১ দশমিক ৭৬, যশোরে ১ দশমিক ২। অর্থাৎ প্রায় সব সূচকে যশোর একটি ভালো অবস্থানে রয়েছে।’
পরিকল্পিত পরিবার, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা পরিবার পরিকল্পনা দফতরের উপ-পরিচালক ডা. মুন্সি মনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আরও আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা প্রমুখ। কর্মশালায় যশোরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন প্রতিনিধি অংশ নেন।

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার