X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আবুধাবির উদ্দেশে বের হয়ে ৯ দিনেও খোঁজ নেই মামা-ভাগ্নের

ফেনী প্রতিনিধি
২২ জুন ২০১৯, ১০:১০আপডেট : ২২ জুন ২০১৯, ১০:১৮

তাহমিদ ও তার মামা আতিক উল্যাহ আবুধাবি যাওয়ার উদ্দেশে ফেনীতে বোনোর বাড়ি থেকে বের হয়েছিলেন প্রবাসী মোহাম্মদ আতিক উল্যাহ (৫০)। ঢাকা পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য সঙ্গে রওনা হয় ভাগ্নে মোহাম্মদ হুজাইফা তাহমিদ (১৬)। তবে ৯ দিন ধরে কোনও খোঁজ নেই তাদের। স্বজনদের দাবি, ঢাকা ও এলাকার সম্ভাব্য সব আত্মীয়স্বজনের কাছে খোঁজ করেও তাদের কোনও হদিস মেলেনি। আতিক উল্যাহ বিদেশেও গিয়ে পৌঁছাননি। জেলার দাগনভূঞা থানা ও ঢাকার খিলগাঁও থানায় এই ব্যাপারে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, তবে কোনও খোঁজ মেলেনি।

নিখোঁজ মোহাম্মদ হুজাইফা তাহমিদের বাবা মোহাম্মদ হাফেজ আবুল বাশার বাংলা ট্রিবিউনকে জানান, ‘নিখোঁজ মোহাম্মদ আতিক উল্যাহ আমার শ্যালক। তিনি উপজেলার দেবরামপুর গ্রামের বাসিন্দা। প্রায় ১৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা করেন এবং সপরিবার সেখানে বসবাস করেন। গত রমজানের কয়েক দিন আগে একাই গ্রামের বাড়িতে আসেন। এই সময় আমাদের পরিবারের (বোনের বাড়ি) সঙ্গে উপজেলার উত্তর চণ্ডীপুর ছিলেন। আমার ছেলে মোহাম্মদ হুজাইফা তাহমিদ স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণিতে লেখাপড়া করে। ১৩ জুন দুপুরে মোহাম্মদ আতিক উল্যাহ আবুধাবি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সঙ্গে তাহমিদকে নেন। কথা ছিল, তারা ঢাকায় এক দিন থাকবেন, এরপর আতিক উল্যাহ আবুধাবি চলে যাবেন আর তাহমিদ বাড়ি চলে আসবে। বাড়ি থেকে বের হয়ে তারা ফেনীতে স্টার লাইন পরিবহনের একটি বাসে ওঠেন। এরপর থেকেই তারা মামা-ভাগ্নে নিখোঁজ। দুজনের সঙ্গে থাকা দুটি মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। আতিক উল্যাহ আবুধাবিতেও যাননি।’

মোহাম্মদ হাফেজ আবুল বাশার আরও জানান, তারা পরিচিতি সব জায়গায় খোঁজাখুজি করেও কোনও কূলকিনারা করতে পারছেন না।  

দাগনভূঞা থানার ওসি ছালেহ আহমেদ পাঠান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বিষয় থানায় জিডি গ্রহণ করা হয়েছে। নিখোঁজদের বিষয় দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। কিন্তু এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ