X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ২০:২৪আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২০:৩৩

টাঙ্গাইল টাঙ্গাইলে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে বাসচাপায় সখীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ (৫৫),  মোটরসাইকেল চাপায় চিকিৎসাধীন অবস্থায় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান (৬৫) এবং বাসচাপায় নিলুফা জাহান নামের এক গৃহবধূর (৩৭) মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল শহরের আশেকপুর বাইপাস এলাকায় বাসচাপায় সখীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ নিহত হন। রবিবার অফিস থেকে ফিরে সন্ধ্যায় আশেকপুর বাইপাস এলাকায় হাঁটতে বের হলে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই কর্মকর্তাকে ঘোষণা করেন। এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা এই তথ্য নিশ্চিত করেন।

এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার ২৭ দিন পর রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে তিনি মারা যান। সোমবার বিকাল ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ বাড়ি হাতিবান্ধা ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে সমাহিত করা হয়। তার মৃত্যুতে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক শোক প্রকাশ করেছেন।

অপরদিকে, রবিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈ এলাকায় বাসচাপায় নিলুফা জাহান নামে এক গৃহবধূর নিহত হয়েছেন। নিহত নিলুফা মির্জাপুর উপজেলার গৌড়াই নাজিরপাড়া এলাকার মৃত সাখাওয়াত হোসেনের স্ত্রী। 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে