X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুর বোর্ডে ইংরেজিতে ফেল ২৯ হাজার

দিনাজপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ০৯:৫৪আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১০:০৪

দিনাজপুর শিক্ষা বোর্ড দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, শুধু ইংরেজিতেই অকৃতকার্য হয়েছে ২৯ হাজার ৬৮ জন শিক্ষার্থী। বোর্ডের অধীন মোট সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি। আর শতভাগ পাস করেছে ২০টি প্রতিষ্ঠান থেকে।

এই বোর্ডে পাসের হার ৭১.৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৪৯ জন শিক্ষার্থী। বুধবার দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান। তিনি জানান, এবার দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে আটটি জেলার ৬৫৮টি কলেজের এক লাখ ২৬ হাজার ৩৭৯ জন শিক্ষার্থী ১৯৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮৯ হাজার ২৩৩ জন। পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে ছেলেরা। ছাত্রদের পাসের হার ৬৮.৩৭ শতাংশ আর ছাত্রীদের ৭৫.৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৭২ জন ছাত্র ও এক হাজার ৭৭৭ জন ছাত্রী।  

ফলাফল পরিসংখ্যান থেকে জানা যায়, এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০.৬১ শতাংশ, মানবিক বিভাগে পাসের হার ৬৯.৪০ শতাংশ ও ব্যবসায় বাণিজ্য বিভাগে পাসের হার ৬৮.০৫ শতাংশ।

ভালো ফলে এগিয়ে রংপুর জেলা

দিনাজপুর শিক্ষবোর্ডের ফলাফলে বরাবরেই মতোই ভালো ফল করেছে রংপুর জেলার শিক্ষার্থীরা। এই জেলার পাসের হার ৭৬.৪৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৬৬ জন শিক্ষার্থী। দ্বিতীয় অবস্থানে রয়েছে নীলফামারী জেলা। এই জেলার পাসের হার ৭৫.৮৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৭৮ জন। ৭৩.১২ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে গাইবান্ধা জেলা। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন শিক্ষার্থী। ৭২.০৫ শতাংশ পাস আর ৬৩ জন জিপিএ-৫ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে লালমনিরহাট জেলা। পঞ্চম স্থানে রয়েছে কুড়িগ্রাম জেলা। এই জেলার পাশের হার ৭১.১৭ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন শিক্ষার্থী। দিনাজপুর জেলায় ৭০.২২ শতাংশ পাসের হার নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬৯৫ জন। সপ্তম অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও জেলা। এই জেলার পাসের হার ৬৭.৭৩ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ১০২ জন। সর্বশেষ অষ্টম অবস্থানে রয়েছে উত্তরের জেলা পঞ্চগড়। এই জেলার পাসের হার ৫৭.৯৮ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ২৯ জন শিক্ষার্থী।

এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডের সাতটি প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি। শূন্য শতাংশ পাসের এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান। তিনি জানান, ‘এইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা অনেক কম। এই ধরনের প্রতিষ্ঠান থাকার কোনও প্রয়োজনীয়তা নেই।’

শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার আলহাজ তমিজউদ্দিন কলেজ, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিঙ্গার দাব্রিরহাট বিএল হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ, একই জেলার আদিতমারী উপজেলার নামুরি হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজ, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ব্যাপারীতলা আদর্শ কলেজ ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামণডাঙ্গা এমএম আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ স্কুল অ্যান্ড কলেজ।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ