X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ফাঁসির আদেশপ্রাপ্ত আসামির মৃত্যু

নাটোর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮

নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৃষক ওমেদ আলী ওরফে চায়না হত্যা মামলার প্রধান আসামি ও ফাঁসির আদেশপ্রাপ্ত নিজাম উদ্দিন (৪৮) মারা গেছেন। বুধবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্ধ্যায় দোগাছি গ্রামের গোরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু ও বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিজামউদ্দিন বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের দোগাছি গ্রামের মৃত রিয়াজউদ্দিন প্রামানিকের ছেলে। প্রকাশ্যে বন্দুক দিয়ে গুলি করে একজনকে হত্যার দায়ে আদালত তাকে ২০১৭ সালে মৃত্যুদণ্ড দেন।

ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু ও নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী সরকার জানান, ২০০৬ সালের আগস্ট মাসে দোগাছি গ্রামের বিলে মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয় নুর মোহাম্মদ ও সোহেল আলী নামের দুই প্রতিবেশীর মধ্যে। এ বিষয়ে ২ অক্টোবর গ্রাম্য শালিসে দুই পক্ষের মধ্যে মারামারি হলে নিজামউদ্দিন তার নিজের বন্দুক দিয়ে ওই গ্রামের ডুমন প্রামাণিকের ছেলে ওমেদ আলী ওরফে চায়নাকে গুলি করে হত্যা করে।

এঘটনায় ২১ জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে ২০১৭ সালের ৮ আগস্ট নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুজ্জামান দোষ প্রমাণ না হওয়ায় ২০ আসামিকে খালাস ও প্রধান আসামি নিজামউদ্দিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার পর থেকে প্রায় আড়াই বছর যাবত নিজামউদ্দিন রাজশাহী জেলখানায় ছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎ হৃদরোগে অসুস্থ বোধ করলে জেলখানা কর্তৃপক্ষ তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

 

/এফএস/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা এত বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা এত বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ