X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ভোটার তালিকায় রোহিঙ্গা: ইসির কেউ জড়িত থাকলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৬

চট্টগ্রাম জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) কোনও কর্মকর্তা এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।’ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে দুপুরে তিনি জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
গ্রেফতার আসামিরা যেসব ল্যাপটপ দিয়ে রোহিঙ্গাদের ভোটার করেছেন সেগুলো নির্বাচন কমিশনের ল্যাপটপ। এই ল্যাপটপগুলো কীভাবে দুষ্কৃতকারীদের কাছে গেলো? এক্ষেত্রে কি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়ভার নেই? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দায়ভারের প্রশ্ন আসলে আমি বলবো- যেহেতু ল্যাপটপগুলো নির্বাচন কমিশনের সুতরাং এগুলো দুষ্কৃতকারীদের কাছে যাওয়ার ক্ষেত্রে আমাদের দায়ভার নেই সেটি আমি বলবো না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ল্যাপটপগুলো অনেকভাবে দুষ্কৃতকারীদের কাছে যেতে পারে। আমরা এজন্য অত্যন্ত দুঃখিত। যদি এ রকম একটি ঘটনাও ঘটে থাকে তাহলে এজন্য নির্বাচন কমিশন অবশ্যই দায়ভার নেবে। আমরা অবশ্যই খুঁজে বের করবো এটা কীভাবে, কোথা থেকে হয়েছে।’
এ বিষয়ে শাহাদাত হোসেন বলেন, ‘২০০৭-০৮ সালের দিকে আমরা প্রায় ১০ হাজার ল্যাপটপ কিনেছিলাম। যখন আমাদের ভোটার তালিকা হালনাগাদ হয়ে যায় তখন মাঠ পর্যায় থেকে ল্যাপটপগুলো অফিসে পাঠিয়ে দেওয়া হয়। ল্যাপটপগুলো সেলফে দীর্ঘদিন সাজিয়ে রাখা হয়েছিল। পরে আমরা ভাবতে শুরু করলাম- ল্যাপটপগুলো আমরা সেলফে রেখে নষ্ট করবো নাকি সরকারি অফিস, সামরিক বাহিনীকে তাদের চাহিদা মোতাবেক কিছু কিছু ল্যাপটপ দিয়ে সেগুলো কাজে লাগাবো। তখন আমরা অনেকগুলো ল্যাপটপ সরকারি অফিস, সেনাবাহিনী এমনকি উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের দিয়েছি।’
এ নির্বাচন কমিশনার বলেন, ‘২০০৭ সালে যখন ছবিযুক্ত ভোটার তালিকার কাজ শুরু হয় তখন সিদ্ধান্ত ছিল -ভোটার তালিকায় বাড়তি কিছু তথ্য নিয়ে তথ্যভাণ্ডার গড়ে তোলা যাতে ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র দেওয়া যায়। কিন্তু এত বড় কর্মযজ্ঞের জন্য যে পরিমাণ জনবল ও আইটি ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার সেটি নির্বাচন কমিশনের ছিল না। তখন আমরা এগুলো আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত নিই। পরে অবশ্য তাদের নির্বাচন কমিশনের স্টাফ করার পরামর্শ দিয়েছিলাম। ওই আউটসোসিংয়ের কর্মীদের মধ্যে গুটি কয়েকজন বিপথগামী হয়েছেন।’
তিনি বলেন, ‘আউটসোর্সিং কর্মী নয়, যদি আমাদের পে রোলের অন্তর্ভুক্ত কেউ এসব ঘটনার সঙ্গে জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আমরাই প্রথম ভোটার হতে আসা রোহিঙ্গাদের আটক করেছি। এ ঘটনার সঙ্গে জড়িত নির্বাচন কমিশন কর্মীকেও আমরা ধরিয়ে দিয়েছি। আমাদের সকল কর্মকর্তা-কর্মচারী চান- নির্বাচন কমিশনের এনআইডি উইংস একটি পরিশীলিত তথ্যভাণ্ডার হোক।’
তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না। তবে এটুকু বলতে পারি, আমাদের তথ্যভাণ্ডারে তাদের ধরার সুযোগ আছে। যেই নিয়মে আমরা তথ্যভাণ্ডারে তথ্য আপলোড করি সেই নিয়মের বাইরে যদি কোনও তথ্য আসে আমরা সেই ভোটার তালিকাগুলো খুঁজে বের করতে পারবো। প্রয়োজনে আমরা ওই ভোটার তালিকাগুলোকে আলাদা করে ফেলবো। সেই ভোটার তালিকাগুলো ব্লক করে দেবো। পরে যাচাই-বাছাই করে যদি সঠিক পাওয়া যায় তখন তাদের আমরা ব্লক থেকে বাদ দেবো। না হয় সেগুলো ব্লক করা থাকবে।

আরও পড়ুন: ভোটার তালিকায় রোহিঙ্গা: ইসি কর্মকর্তা শাহানুর আটক

 

 

 

/ওআর/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা