X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

খালেদা জিয়া জেলে থাকায় মানুষের মধ্যে শান্তি নেই: আমির খসরু

খুলনা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৯, ০৯:৫৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১০:০৭

খুলনায় বিএনপির সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে নেই। হাতে গোনা কয়েকজনের হাতে চলে গেছে রাজনীতি। তারা সিদ্ধান্ত নেয় বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে কি-পারবে না।’ তিনি আরও বলেন, ‘আইনের শাসনের অভাবে দেশের মানুষ আজ অতিষ্ঠ। সেখানে আইনিভাবে খালেদা জিয়াকে মুক্ত করার চিন্তা করছেন কীভাবে? খালেদা জিয়াকে মুক্ত করতে হবে রাজপথে নেমে। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের মানুষের মনে শান্তি নেই। বেগম খালেদা জিয়া জেলে থাকায় বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি নেই। দেশের বর্তমান পরিস্থিতিতে আইনি লড়াইয়ের মাধ্যমে বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করা যাবে না। বেগম জিয়াকে মুক্ত করতে হলে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের মুখোশ জনগনের সামনে উন্মোচিত হতে হবে।’

বৃহস্পতিবার বিকালে নগরীর কেডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর ও জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

আমির খসরু বলেন, ‘শুদ্ধি অভিযান বাংলাদেশের আইন শৃঙ্খলার কারণে হয়নি, শুদ্ধি অভিযান হচ্ছে ভাগ বাটোয়ারার ব্যাপার। বাংলাদেশে মাফিয়া তৈরি হয়েছে আওয়ামী লীগের ভেতর। আর এই মাফিয়াদের যখন স্বার্থে টান পড়ছে তখন তারা নিজের বোনের স্বামী ও নিজের ভাইকেই মেরে দিচ্ছে।’

তিনি বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি কোনও আইন নয়, এটি একটি তলোয়ার। কথা বললেই সে তলোয়ার আপনার মাথায় পরবে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এই আইন চলতে পারে না। এসব আইন করে জনগণকে ভয়ে রেখে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে।’

সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি সভাপতি এসএম শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আমির এজাজ খান প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
যুবদল নেতার ওপর হামলা: চিলমারী বিএন‌পির দুই নেতা‌কে অব‌্যাহ‌তি
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
সর্বশেষ খবর
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ফুটবল খেলার সময় বজ্রাঘাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
ফুটবল খেলার সময় বজ্রাঘাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বাংলাদেশের মেয়েদের গোলের মালা পরালো জাপান
বাংলাদেশের মেয়েদের গোলের মালা পরালো জাপান
অমিতাভ বচ্চনের দেয়ালে জয়া আহসানের ট্রেলার!
অমিতাভ বচ্চনের দেয়ালে জয়া আহসানের ট্রেলার!
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড