X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

গর্ভের শিশুর লিঙ্গ জানতে আল্ট্রাসনোগ্রাফি নয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৯, ১৪:২১আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৫:০৩

আলট্রাসনোগ্রাম মেশিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সব সরকারি-বেসরকারি হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে শিশুর লিঙ্গ জানা নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম। গত ১৫ নভেম্বর এক সভায় জেলার সব চিকিৎসকের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। চিঠি পাঠিয়ে সব হাসপাতাল ও ক্লিনিককে এই তথ্য জানানো হচ্ছে।
নির্দেশনা সম্পর্কে সিভিল সার্জন মো. শাহ আলম বাংলা ট্রিবিউনকে জানান, ‘গত ১৫ নভেম্বর মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক মা-মনি প্রজেক্টের সভায় সর্বসম্মতিক্রমে আল্ট্রাসনোগ্রাফি করে শিশুর লিঙ্গ জানা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে কোনও হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে শিশুর লিঙ্গ জানানো যাবে না। এজন্য চিকিৎসকসহ জেলার সব হাসপাতালে চিঠি দেওয়া হয়েছে।’
সিভিল সার্জন আরও জানান, ‘আগে থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আল্ট্রাসনোগ্রাফি করে শিশুর লিঙ্গ জানা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এতোদিন সেটিতে তেমনভাবে খেয়াল করা হয়নি। এখন বিষয়টি সবার নজরে আনা হয়েছে। এ নির্দেশনা জেলা এবং উপজেলা পর্যায়ে সব সরকারি-বেসরকারি হাসপাতালে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।’

এ সিদ্ধান্তের বিষয়ে জেলা সিভিল সার্জনের এখতিয়ার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘জেলা স্বাস্থ্য বিভাগের এবং সরকারের যেকোনও সিদ্ধান্ত বাস্তবায়নের এখতিয়ার সিভিল সার্জনের ছিল এবং আছে। তাই এই সিদ্ধান্ত কার্যকরে পদক্ষেপ নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জন্ম নেওয়া এক নবজাতককে ঘিরে ধূম্রজাল তৈরি হয়। ওইদিন দুপুরে হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে দুই দম্পতি সন্তান জন্ম দেন। এর মধ্যে পৌরশহরের পাইকপাড়া এলাকার দিপ্তী রানী দাস দাবি করেন, তিনি ছেলে সন্তান জন্ম দিয়েছেন। তিনি জানান, মেয়ে শিশুটি তার নয়। অপর প্রসূতি তামান্নার কোলে তুলে দেওয়া ছেলে শিশুটি তার। এর কারণ হিসেবে দিপ্তী বলেন, একাধিকবার আল্ট্রাসনোগ্রাফি করে তার গর্ভে ছেলে শিশু রয়েছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছিলেন। পরে এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হয়। কর্তৃপক্ষ এই পরিবারকে তাদের আল্ট্রাসনোগ্রাফির কাগজ দেখাতে বলেন এবং জানানো হয় প্রয়োজন হলে ডিএনএ টেস্ট করা হবে। পরে পরিবারটি কন্যা শিশু নিয়ে হাসপাতাল ত্যাগ করে।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ