X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন কোটি টাকার অনিয়ম

সিলেট প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (ছবি: সংগৃহীত) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে তিন কোটি ৭০ লাখ টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের টাকা দিয়ে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের ব্যয় বহন করে আসছে বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি সংশ্লিষ্ট সব ধরনের কাগজপত্র প্রমাণ হিসেবে নিয়ে ঢাকায় চলে যান।

তবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি ড. মতিয়ার রহমান হাওলাদার ঢাকায় থাকায় তার বক্তব্য নিতে পারেনি তদন্ত কমিটি। আগামী সপ্তাহের প্রথম দিকে ভিসি ঢাকায় ইউজিসি কার্যালয়ে গিয়ে তার বক্তব্য দেওয়ার পরপরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান।

তিনি জানান, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর জামানতের টাকা থেকেই বিভিন্ন ব্যয়ের খাত উল্লেখ করে খরচ করা হচ্ছে। তদন্ত করার সময় দেখা যায়, যেসব টাকা উত্তোলন করা হয়েছে এগুলোর সবগুলোতে স্বাক্ষর রয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. শহীদুল্লাহ তালুকদার, ড. গোলাম শাহি আলম ও বর্তমান ভাইস চ্যান্সেলর ড. মতিয়ার রহমান হাওলাদারের।’

তিনি আরও জানান, ‘প্রায় সাত কোটি টাকা অনিয়মের সত্যতা পাওয়া গেলেও এগুলো দফায় দফায় ফিরিয়ে দেওয়া হয়। সম্প্রতি উত্তোলিত এক কোটি টাকাও ফেরত দেওয়া হয়েছে। তবে অবশিষ্ট রয়ে যায় তিন কোটি ৭০ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের আর্থিক শাখা থেকে সব তথ্য নেওয়া হয়েছে।  দায়িত্বশীলদের কাছে এসব ব্যাপারে জানতে চাইলে তারা বিষয়টি সম্পর্কে জানেন না বলে তদন্ত কমিটিকে জানান। ভিসি মহোদয়ের বক্তব্য নেওয়ার পর পরই তা শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। এরপর তারাই বিষয়টি দেখবেন।’

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, টাকা উত্তোলন ও ব্যয় করার নেপথ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ভিসি। তাদের হুকুমেই এসব কাজ হয়েছে। তদন্ত কমিটি ব্যাংক হিসাব চেয়েছিল। কিন্তু ভিসি ঢাকায় অবস্থান করায় তা পাওয়া যায়নি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থ শাখার পরিচালক ড. নূর হোসেন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে রেখে দেন। পরে কল করা হলে তিনি আর ফোন ধরেননি।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?